তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা মস্কোর
২৮ এপ্রিল ২০২৫ঘোষণা অনুযায়ী, আগামী ৮ মে থেকে ১০ মে পর্যন্ত যুদ্ধবিরতি চলবে৷ অবশ্য ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের অনুষ্ঠান আয়োজন করে থাকে রাশিয়া৷ প্রতিবছর ৯ মে ‘ওয়ার্ল্ড ওয়ার ২ ভিক্টরি ডে' নামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয় উদযাপন করে মস্কো৷
এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, ‘‘রাশিয়া মনে করে, ইউক্রেনও এই যুদ্ধবিরতি মেনে চলবে৷’’ বিবৃতিতিতে ইক্রেনকে হুমকিও দিয়েছে রাশিয়া৷ বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করলে রাশিয়ার পক্ষ থেকে ‘পর্যাপ্ত এবং কার্যকর জবাব দেওয়া হবে৷’’
মস্কোর যুদ্ধবিরতির এই ঘোষণায় কিয়েভের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
উল্লেখ্য, ইস্টার উপলক্ষ্যে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল ক্রেমলিন৷ কিন্তু সেই সময় উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে৷
এদিকে হামলা শুরুর তিন বছরের মাথায় রাশিয়াকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ ‘গুলি করা’ থামিয়ে তিনি রাশিয়াকে ‘চুক্তি করার’ আহ্বান জানান৷
আরআর/এসিবি (এএফপি, ডিপিএ রয়টার্স)