গোপালগঞ্জে যে চার জন নিহত হয়েছেন তাদের একজন সোহেল রানা৷ নিহত সোহেল রানার দুই শিশু সন্তান আছে৷ সে বাবা-মায়ের একমাত্র সন্তান৷ গোপালগঞ্জের চৌরঙ্গি এলাকায় তার মোবাইল ফোনের দোকান আছে৷ তার মামা জাহিদুল ইসলাম ডয়চে ভেলেকে জানান,“তার পায়ে এবং বুকে গুলি লেগেছে৷ সে চৌরঙ্গি এলাকায়ই দুপুরের দিকে ছিলো৷ পুলিশ আমাদের কাছে লাশ হস্তান্তরের পর বৃহস্পতিবার ভোর রাতে দাফন করেছি৷