ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ হয়ে যাচ্ছে
১৮ অক্টোবর ২০১১সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ঢাকা মহানগরীতে ২টি সিটি করপোরেশন প্রতিষ্ঠার খসড়া আইন অনুমোদন করা হয়৷ ৩৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং ৫৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ প্রতিষ্ঠা করা হবে৷ দেড়কোটি মানুষের এই শহরে নগরবাসীর সুযোগ সুবিধা বাড়ানোর জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ৷
গত ১০ বছর ধরে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছেনা৷ সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজধানীবাসীরা দু'জন মেয়র পাবেন এবং শিগগিরই নির্বাচন হবে বলে আশা নগরবাসীর৷ তারা সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন৷
এদিকে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার এখন তুঙ্গে৷ তবে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী পরস্পর বিরোধী বক্তব্য অব্যাহত রেখেছেন৷ আওয়ামী লীগের এক প্রার্থী সেলিনা হায়াত আইভি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর এখন প্রশাসনে রদবদল দাবি করছেন৷ তিনি বলেছেন, আওয়ামী লীগ কাউকেই সরাসরি মনোনয়ন দেয়নি৷
আওয়ামী লীগের আরেক মেয়র প্রার্থী শামীম ওসমান অবশ্য দাবি করেছেন, দল মেয়র পদে তাকেই মনোনয়ন দিয়েছেন৷ দলের যারা তার বিরুদ্ধে কাজ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে৷ আর বিএনপির মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ করছেন, প্রশাসনের লোকজন তার প্রচারকাজে বাধা সৃষ্টি করছে৷
দেশবাসীর দৃষ্টি এখন এই নির্বাচনের দিকে৷ কারণ তারা মনে করছেন, এই নির্বাচনে সরকার ও বিরোধী দলের জনপ্রিয়তার পরীক্ষা হবে৷ ৩০শে অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক