বিজ্ঞাপন
শাড়ি থেকে পাঞ্জাবি, সালোয়ার থেকে লুঙ্গি৷ বাঙালির ফ্যাশন বলতে আমরা কী বুঝি? হাত মোছার গামছা আজ গ্ল্যামার দুনিয়া কাঁপাচ্ছে, অন্যদিকে কড়া তাঁতের জায়গা নিচ্ছে হালকা সুতি-লিনেন৷ কলকাতা ও ঢাকার মানুষ কীভাবে দেখেন নিজের শহরের ফ্যাশনের চরিত্রকে? আর পুরোনো হয়ে যাওয়া ফ্যাশনেরই বা ঠাঁই হয় কোথায়?
এসব নিয়ে ডয়চে ভেলে’র ’আমাদের কথা আমরা বলি’ অনুষ্ঠানের এবারের পর্বে আলোচনায় ঢাকার ‘সাফিয়া সাথী’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও ডিজাইনার সাফিয়া সাথী ও কলকাতার ‘অরণ্য’র প্রতিষ্ঠাতা ও ডিজাইনার চন্দনী বসু৷