ঢাকায় নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের মিছিল ছত্রভঙ্গ
৭ মার্চ ২০২৫ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানিয়েছে, আজ শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিযবুত তাহ্রীরের ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়৷ পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়৷ এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে৷ একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়৷ মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে ঢুকে পড়ে৷ কিছুক্ষণ পরে তারা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে৷ পুলিশ এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ে৷ তখন মিছিলটি আবার ছত্রভঙ্গ হয়ে যায়৷
বেলা আড়াইটার দিকে পল্টন ও আশপাশের এলাকার বিভিন্ন অলিগলিতে যায় পুলিশ৷ পরে হিজবুত তাহ্রীরের সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ৷
কড়া নিরাপত্তা
এর আগে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের ‘মার্চ ফর খিলাফত' কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেন সেনাবাহিনী, ব়্যাব ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা৷
গতকাল বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহ্রীরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে৷ সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, পোস্টার ও লিফলেট বিতরণ বা প্রচারমূলক কার্যক্রম ফৌজদারি অপরাধ৷
গতকাল রাত সোয়া ১২টার দিকে ঢাকার উত্তরা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ উত্তরা ১১ ও ১২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)৷
এপিবি/জেডএইচ (দৈনিক প্রথম আলো)