ড্রোনে ছবি তুলে সম্মানিত তিন বাংলাদেশি ফোটোগ্রাফার
ড্রোন ফোটো অ্যাওয়ার্ড ঘোষণা হয়েছে সম্প্রতি। ভারত এবং বাংলাদেশের একাধিক ফোটোগ্রাফারের ছবি নির্বাচিত হয়েছে।
জুম্মার নামাজ
ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের উপর চলছে শুক্রবারের নামাজ। ড্রোন থেকে তোলা হাসান রোহনের এই ছবি পুরস্কৃত হয়েছে।
আকাশ থেকে ঢাকা
ঢাকা শহরের এই ছবিটি ড্রোন দিয়ে তুলেছেন মহম্মদ আসকার ইবনে ফিরোজ। এই ছবিটিও পুরস্কৃত হয়েছে।
ড্রোন পুরস্কারের নিয়ম
কেবলমাত্র ড্রোনে তোলা ছবির প্রতিযোগিতার আয়োজন করেছিল সিয়েনা অ্যাওয়ার্ড ফেস্টিভ্যাল অফ ভিসুয়াল আর্টস। সোমবার পুরস্কার এবং সম্মানের তালিকা ঘোষণা করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর তাদের ছবিগুলি নিয়ে প্রদর্শনী হবে।
নুন-নকশা
নুনের উপর তৈরি এই নকশার ছবি তুলেছেন ভারতের ফোটোগ্রাফার পাপ্পু চৌধুরি।
ইটালির চার্চ
১৯৫০ সালে একটি বাঁধ তৈরির সময় কার্যত জলের তলায় চলে গেছিল আস্ত কুরোন ভেনোস্তা গ্রাম। শুধু জলের উপর এখনো মাথা তুলে রেখেছে গ্রামের প্রাচীন এই চার্চের গম্বুজ। ছবিটি তুলেছেন পাওয়েল জাগিয়েলো।
ইসরায়েলের প্রতিবাদ
ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদসভার ছবি তুলেছেন ফোটোগ্রাফার ওর আদর। তার এই ছবি সাড়া ফেলে দিয়েছে প্রতিযোগিতায়।
বরফ ভালুক
ফ্লোরিয়ান লেডক্সের তোলা এই ছবিটিতে দেখা যাচ্ছে মেরু অঞ্চলে বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছে একটি সাদা ভালুক। এই বরফ ক্রমশ গলে যাচ্ছে।
ফ্লেমিঙ্গো যাত্রা
থমাস বিজয়নের এই ছবিতে ধরা পড়েছে ফ্লেমিঙ্গো পাখিদের যাত্রা। সাইবেরিয়া থেকে তারা উড়ে যাচ্ছে উষ্ণ জলাশয়ের খোঁজে।