টি-টোয়েন্টি থেকে রোহিত, বিরাট, জাদেজার অবসর, প্রতিক্রিয়া
বিশ্বকাপ জয়ের পরেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা।
বিরাট কোহলির ঘোষণা
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সেরা ব্যাটারের পুরস্কার নিতে এসে বিরাট কোহলি এই ফর্ম্যাট থেকে অবসরের কথা জানান। তিনি বলেছেন, ''ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেললাম। নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেয়ার এটাই সময়। আমাদের অসাধারণ সব ক্রিকেটার আছে। ওরাই দলকে এগিয়ে নিয়ে যাবে,আরও উঁচুতে তুলে ধরবে।'' বিরাট বলেছেন, ''খেলায় এমন হয় যে রান পাচ্ছি না। বিশ্বকাপে যা করতে চেয়েছিলাম, সেটাই পেয়েছি।''
রোহিত যা বললেন
সাংবাদিক সম্মেলনে রোহিত জানান, '' দেশের হয়ে এটাই আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। আর আমি দেশের হয়ে টি-টোয়েন্টি খেলব না। এই সিদ্ধান্ত নেয়ার এর থেকে ভালো সময় আর হতে পারে না। বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। শেষপর্যন্ত জিততে পেরেছি, তার জন্য খুশি।তবে রোহিত জানিয়েছেন, টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট ও একদিনের আন্তর্জৈাতিকে তিনি খেলবেন।
একই পথে রবীন্দ্র জাদেজা
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে রবীন্দ্র জাদেজা অবসরের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ''আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি। আমি মাথা উঁচু করে দেশের জন্য নিজের সেরাটা দিয়েছি। টেস্ট ও একদিনের ক্রিকেটে সেই চেষ্টা করে যাব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা ছিল স্বপ্ন। সেটা পূরণ হয়েছে।''
গৌতম গম্ভীরের বক্তব্য
ভারতের পরবর্তী কোচ হিসাবে নাম শোনা যাচ্ছে গৌতম গম্ভীরের। বিরাট ও রোহিতের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেছেন, ''অবসরের এর থেকে ভালো সময় আর হয় না। দুজনেই মহান ক্রিকেটার। আমি ওদের অভিনন্দন জানাচ্ছি।'' গম্ভীর এর আগে জানিয়েছিলেন, তিনি যদি কোচ হন, তাহলে বিরাট, রোহিত, জাদেজা, শামিকে ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত সময় দেবেন। সেখানে তাদের জিতে দেখাতে হবে।
কী বললেন অনুষ্কা
বিশ্বকাপ জয় ও বিরাটের টি-টোয়েন্টি থেকে অবসর্রের ঘোষণার পর তার স্ত্রী ও বলিউড-তারকা অনুষ্কা শর্মা ইনস্টাগ্রামে বলেছেন, '' আমি এই মানুষটাকে ভালবাসি। আমি খুবই ভাগ্যবতী যে তুমিই আমার সব কিছু।'' বিরাটও তার জবাব দিয়েছেন ইনস্টাতে, ''তুমি না থাকলে যা করতে পেরেছি, তার কাছাকাছিও হয়ত আসতে পারতাম না। আমাকে তুমি নম্র করেছ এবং মাটির কাছাকাছি রেখেছ। এজন্যই তোমায় এত ভালোবাসি।''
ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়া
বিরাট ও রোহিতের টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর ভারতীয় ক্রিকেট বোর্ড টুইট করে বলেছে, ''টি-টোয়েন্টিতেএকটা যুগ শেষ হলো। তবে তার প্রভাব চিরকাল থাকবে। দুজনেই ক্রিকেটের মহান ব্যক্তিত্ব। ধন্যবাদ বিরাট কোহলি ও রোহিত শর্মা।''
আক্রাম, মিয়াদাদরা যা বললেন
সাবেক পাক ক্রিকেটার জাভেদ মিয়াদাদ বলেছেন, ''দুজনেই একেবারে ঠিক সময়ে অবসর নিয়েছেন। কোহলির পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ফিটনেস তাকে উঠতি ক্রিকেটারদের রোলমডেলে পরিণত করেছে।'' ওয়াসিম আক্রাম বলেছেন, ''রোহিত ও কোহলি চাপের মুখে ভালো খেলে ভারতকে প্রচুর ম্যাচ জিতিয়েছে।'' জাহির আব্বাস বলেছেন, কোহলি মহান ক্রিকেটার। আর আমি রোহিতের ভক্ত। ভারত বিশ্বকাপ জেতায় তিনি খুশি।
হার্দিক পান্ডিয়া যা বললেন
বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন, ''দুজনেই ভারতের মহান ক্রিকেটার। এই বিশ্বকাপ জিতে আমরা তাদের উপযুক্ত ফেয়ারওয়াল দিতে পেরেছি। এর থেকে ভালো বিদায়-উপহার আর কিছু হতে পারে না।''