জার্মান সংস্থাগুলো তুলনামূলক পরিবেশবান্ধব
১০ ডিসেম্বর ২০২০লন্ডনের অলাভজনক সংস্থা কার্বন ডিসক্লোজার প্রকল্পের সাম্প্রতিক করা বার্ষিক জরিপের ফলাফল থেকে বেরিয়ে আসা তথ্যটি মঙ্গলবার প্রকাশ করা হয়৷ জার্মানিতে এমন ১৯টি কোম্পানি রয়েছে যেগুলো পরিবেশ সুরক্ষায় পানি বা কাঠ ব্যবহার করে পরিবেশবান্ধবহিসেবে শীর্ষ গ্রেড বা এ পেয়েছে৷ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে চেইন কোম্পানি মেট্রো এবং জালান্ড্রো, টেকনোলজি কোম্পানি বশ, কেমিকেল কোম্পানি বিএএসএফ এবং ইস্পাত কোম্পানি থাইসেনক্রুপ৷ অন্যদিকে ফ্রান্স ১৮টি কোম্পানির মধ্যে একটিতে এ পেয়েছে৷ জরিপের মূল্যায়নটি করা হয় কোম্পানিগুলোর কার্বন ডিসক্লোজার প্রকল্পকে প্রশ্নপত্রের মাধ্যমে দেওয়া তথ্যের ভিত্তিতে৷
শেয়ারহোল্ডার এবং জনসাধারণের জানার জন্যই জরিপটি করা হয়৷ গত বছরের তুলনায় জার্মানির পারফরম্যান্স শতকরা ৯০ ভাগ উন্নত হয়েছে বলে সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে৷
বিশ্বব্যাপী পাঁচ হাজার আটশোরও বেশি অংশগ্রহণকারী সংস্থার মধ্যে কেবল পাঁচ শতাংশ জরিপে শীর্ষ গ্রেড অর্জন করেছে৷ এর মধ্যে ৪০ শতাংশেরও বেশি ইউরোপীয় কোম্পানি আর শতকরা ২০ ভাগ মার্কিন সংস্থা৷ জরিপে অংশ নেওয়া কোম্পানিগুলোর প্রায় তিন চতুর্থাংশ সি বা ডি গ্রেড পেয়েছে৷
এনএস/কেএম (ডিপিএ)