জার্মান গাড়ি নির্মাতাদের ড্রোন তৈরি সুযোগ
৪ আগস্ট ২০২৫সামরিক ও অবকাঠামো খাত উন্নয়নের জন্য ৫০০ বিলিয়ন ইউরোর একটি বিশেষ তহবিল গঠন করেছে জার্মানি সরকার৷ সে কারণে সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরির আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন কোম্পানি৷
এই কাজে তারা গাড়ি শিল্পের কোম্পানির সঙ্গেও হাত মেলাচ্ছে৷
স্টার্ট-আপ এবং তরুণ উদ্যোক্তারা নজরদারির জন্য আরও বেশি করে ড্রোন এবং উড়ন্ত জিনিসপত্র তৈরি করছেন৷ যেমন ‘ক্রিকেট' নামের একটি ড্রোন যুদ্ধক্ষেত্র থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করতে ব্যবহার করা যেতে পারে৷
আর ‘ফাল্কে', বা ‘ফ্যালকন' নামের একটি কপ্টারের প্রোটোটাইপ পরীক্ষা করা হচ্ছে৷ কৃষিকাজ এবং উদ্ধার পরিষেবাগুলোতে ফাল্কে ব্যবহার করা যেতে পারে৷ তবে এর ডেভেলপাররা এটি যুদ্ধে ব্যবহারের জন্য ডিজাইন করেছেন৷ যেমন ইউক্রেন যুদ্ধে৷
‘‘এটি মূলত বাজপাখির মতো, যা আকাশে উড়তে থাকার সময় হঠাৎ থেমে গিয়ে লক্ষ্যবস্তু খুঁজতে পারে এবং তারপর তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে৷ ফাল্কেকেও আপনি এর সঙ্গে তুলনা করতে পারেন,'' বলেন লুফটক্রাফ্ট টেকনোলজিস এর সহ-প্রতিষ্ঠাতা ডিট্রিশ ফন ভিটৎসলেবেন৷
ফ্যালকন কপ্টারের নির্মাতারা এর নকশা এবং উপাদানের বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবেছেন৷ সে কারণে এটি ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারে৷ এয়ারোডাইনামিক ডিজাইনের কারণে ফাল্কে ২০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে৷ ফ্যালকনের বডি পলিপ্রোপিলিন দিয়ে তৈরি৷ এটি একটি বিশেষ উপাদান, যা অত্যন্ত শক্ত এবং ভাসতে পারে৷
ডিট্রিশ ফন ভিটৎসলেবেন জানান, ‘‘ফ্যালকনের যে বৈশিষ্ট্য অনন্য তা হচ্ছে, এটি সস্তা এবং সংখ্যায় অনেকগুলো উৎপাদন করা যেতে পারে৷ এটি বানাতে আমাদের বেসমেন্টে ওয়ার্কশপ স্থাপনের দরকার নেই, কারণ, গাড়ি তৈরির কারখানায়ও এটি তৈরি করা যেতে পারে৷''
একটি গাড়ির বাম্পার রিইনফোর্সমেন্ট তৈরি করতে যে উপকরণ ব্যবহার করা হয় তা দিয়েই ড্রোন তৈরি করা যায়৷ ড্রোন নির্মাতারা এরইমধ্যে একটি গাড়ি কোম্পানির সঙ্গে কাজ করছেন৷
ভিটৎসলেবেন এবং তার সঙ্গী মিউনিখে থাকেন৷ এটি এমন এক এলাকা যেখানে বিমান তৈরির একটি দীর্ঘ ঐতিহ্য আছে৷ সামরিক বাহিনীর জন্য ড্রোন তৈরি একটি সম্পূর্ণ নতুন ক্ষেত্র৷ এই ওয়ার্কশপে ফাল্কে প্রোটোটাইপ দ্রুত তৈরি করা যেতে পারে৷
ভিটৎসলেবেন বলেন, ‘‘এই এলাকার কোথায় উপকরণ পাওয়া যেতে পারে তা নিয়ে গবেষণা করেছিলাম৷ দেখতে পেলাম, সব জায়গায়, সব গ্রামে, মাঝারি আকারের কোম্পানিগুলোতে এগুলো পাওয়া যাচ্ছে৷ বিষয়টি সত্যিই দারুণ৷ আমাদের অটোমোটিভ সাপ্লায়ারও এখান থেকে খুব বেশি দূরে নয়৷ তারা দারুণ ফোম তৈরি করে, যা করা কঠিন৷''
ফাল্কে ড্রোন নির্মাতারা গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারক ইয়প-এর সঙ্গে কাজ করছে৷ ইয়প-এর কর্মী সংখ্যা প্রায় এক হাজার ২০০৷ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনে করছেন, তারা অনেক ড্রোন তৈরি করতে পারবেন৷ এখন পর্যন্ত তারা বিলাসবহুল গাড়ির ব্র্যান্ডের জন্য সব ধরণের উপাদান তৈরি করছে৷
তবে ব্যবসায় উদ্বেগ বাড়ছে৷ কয়েক মাস ধরে অর্ডার কমায় এরইমধ্যে কয়েকশ কর্মচারীকে ছাঁটাই করতে হয়েছে৷ ড্রোন হার্ডওয়্যার তৈরি হোক কিংবা গাড়ির যন্ত্রাংশ তৈরি, এই দুই কাজের মধ্যে প্রযুক্তিগত পার্থক্য খুব একটা নেই৷ ইয়প একটি জিনিস করতে পারে: সস্তায় অনেক যন্ত্রাংশ উৎপাদন করা৷
ইয়প এর ব্যবস্থাপনা পরিচালক মার্টিন ব্যুখস জানান, ‘‘আমরা নির্ভুলভাবে উচ্চমানের কাজ করতে অভ্যস্ত৷ আমাদের কাজের পরিবেশও দারুণ৷ আমাদের সবার গোপনীয়তার শপথও নেওয়া আছে৷ এসব বৈশিষ্ট্যের কারণে আমরা অন্য কোম্পানির জন্যও কাজ করতে পারবো বলে আশা করছি৷ আমরা জানি কীভাবে সাশ্রয়ী মূল্যে উৎপাদন করতে হয়৷''
সামরিক বাহিনী এই প্রযুক্তির প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেছে৷ শুধু যুদ্ধ মিশনের জন্যই নয়, জরুরি পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্র থেকে আহত সৈন্যদের উদ্ধারের জন্যও৷ আফেলিয়ুস কোম্পানির এই ড্রোনের মতো৷ এখন জার্মানির আরও বেশি সংখ্যক উদ্যোক্তা প্রতিরক্ষা খাতে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছে৷ ৫০০ বিলিয়ন ইউরোর বিশেষ তহবিলের জন্য এটি সম্ভব হচ্ছে৷
কার্ল হারেনব্রোক/জেডএইচ