জার্মানি থেকে আশ্রয়প্রার্থীদের ফেরত নেবে না গ্রিস
২৫ এপ্রিল ২০২৫দেশটির অভিবাসন মন্ত্রী মাকিস ভোরিডিস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে গ্রিস ইতিমধ্যেই বিপুল সংখ্যক উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে৷
সংবাদ সংস্থা স্কাই নিউজকে ভোরিডিস বলেন, বর্তমান পরিস্থিতিতে গ্রিসে আগে আশ্রয় প্রার্থনা করা ব্যক্তিদের ফেরত নেয়ার অনুরোধ রক্ষা করা সম্ভব নয়৷ জার্মান আদালত গ্রিসে ফেরত পাঠানো বৈধ ঘোষণা করলেও, গ্রিস মনে করে এতে সমস্যার সমাধান হবে না৷ ভোরিডিস আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে শরণার্থীদের সমানভাবে বিতরণের ব্যবস্থা না হলে গ্রিস ফেরত নিতে রাজি নয়৷
এই মুহূর্তে জার্মানি কোনো আনুষ্ঠানিক অনুরোধ না করলেও, গ্রিস জানিয়েছে, তারা এই বিষয়ে ইতিবাচক নয়৷ ইউরোপীয় ইউনিয়নের ‘ডাবলিন চুক্তি' অনুযায়ী, আশ্রয়প্রার্থীদের প্রথম আশ্রয় দেওয়া দেশই আশ্রয়ের বিষয়টি দেখবে৷
সম্প্রতি জার্মানির লাইপসিশের প্রশাসনিক আদালত একটি রায় দিয়েছে যে, গ্রীসে ফেরত পাঠালে আশ্রয়প্রার্থীরা অমানবিক পরিস্থিতির শিকার হবে না৷ তবে গ্রিসের অভিবাসন মন্ত্রী জানান, জনসংখ্যার অনুপাতে দ্বিতীয় সর্বোচ্চ আশ্রয়প্রার্থী গ্রিসে রয়েছে৷
রিচার্ড কোনর/এএনএস