জার্মানির হর্স্ট রোবটের কথা
২৮ এপ্রিল ২০২৫জার্মানির ফ্রুটকোর রোবটিক্স কোম্পানির তৈরি হর্স্ট রোবট কিনছে বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি কোম্পানি৷ হর্স্টের নির্মাতা ইয়েন্স রিগার৷ কলেজের কিছু বন্ধুর সহায়তায় তিনি তার প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটটি তৈরি করেছিলেন৷
তিনি বলেন, ‘‘সেই সময় আমার বাবা-মা আমাদের একটি সফ্টওয়্যার লাইসেন্স কেনার জন্য ১০ হাজার ইউরো ধার দিয়েছিলেন, কারণ আমাদের কাছে ডিজাইন করার মতো কোনো কিছু ছিল না৷ ওটা ছিল আমাদের শুরু, এরপর লড়াই করে আমরা এগিয়ে গিয়েছি৷''
বর্তমানে তার কোম্পানি ‘ফ্রুটকোর রোবোটিক্স'এ প্রায় ১০০ জন কাজ করছেন৷
দক্ষিণ জার্মানির ব্ল্যাক ফরেস্টে রোবটগুলি তৈরি করা হয়৷ আগে সেখানে একটি টিভি তৈরির কারখানা ছিল৷
রোবোটিক জয়েন্টগুলি তৈরি করতে অনেক সময় লেগেছিল৷ ফ্রুটকোরের উদ্ভাবন রোবটিক আর্মকে সমানভাবে শক্তি শোষণ করতে সাহায্য করে- এমনকি ক্রমাগত অপারেশনের সময়ও৷ এটি মেশিনকে আরও টেকসই করে তোলে বলে জানান প্রকৌশলীরা৷ ছয় বছরের গ্যারান্টি দেন তারা৷
নিজেদের তৈরি সফটওয়্যার দিয়ে হর্স্টকে নিয়ন্ত্রণ করা হয়৷ রোবটের মানের উন্নতি ধরে রাখার জন্য কোম্পানিটির একাধিকবার বিনিয়োগের প্রয়োজন হয়েছে - এবং প্রায়ই তা ১৫ মিলিয়ন ইউরোর বেশি ছিল৷ রোবোটিক্সে চীনের শক্তিশালী উপস্থিতি থাকা সত্ত্বেও ফ্রুটকোর কোম্পানি ইচ্ছে করেই চীনা বিনিয়োগকারীদের ছাড়াই কাজটি করেছে৷
এশিয়ার দিক থেকে তীব্র প্রতিযোগিতা সত্ত্বেও জার্মানির ব্ল্যাক ফরেস্টে তৈরি এই রোবটগুলি কিনছে মূলত ক্ষুদ্র ও মাঝারি কোম্পানিগুলি৷
সুইজারল্যান্ডে শ্রম খরচ জার্মানির তুলনায় প্রায় দ্বিগুণ বেশি৷ তাই ধাতবশিল্প কোম্পানি সাইফা টেক অটোমেশনে গেছে৷ রোবট কেনার খরচ দ্রুতই উঠে আসে৷ কারখানাটি হাইড্রোলিক উপাদান তৈরি করে৷ প্রায়ই অল্প সময়ে হাজার হাজার উপাদান তৈরি করতে হয়৷ হর্স্ট রোবটের কারণে এই ক্ষুদ্র কোম্পানিটি প্রতিযোগিতায় এখনও টিকে আছে, এবং এখন বড় অর্ডার নিতে পারে, কারণ, রোবট চব্বিশ ঘণ্টা কাজ করতে পারে৷
সাইফা টেক এর কর্মী টানিটা এসপোসিতো জানান, ‘‘আগে, যন্ত্রটি লোড-আনলোড করার জন্য কাউকে না কাউকে এখানে সবসময় দাঁড়িয়ে থাকতে হতো৷ এখন রোবট সেই কাজটি করে৷ তাই আমরা অন্যান্য আরও গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে পারি - অথবা অন্য কাজ করতে পারি৷ আমাদের আর সারাদিন ধরে একই কাজ করতে হয় না৷''
এখন তার কাছে তৈরি হয়ে যাওয়া যন্ত্রাংশ পরীক্ষা করে দেখার সময় আছে৷ আর সেখানে কাজ করাও তার কাছে আরও উপভোগ্য হয়ে উঠেছে৷
জার্মানিতে ফেরা যাক৷ কর্মীদের জন্য কাজ আরও সহজ করতে হর্স্টের প্রকৌশলীরা রোবটটির জন্য একটি ভয়েস কন্ট্রোল সিস্টেম তৈরি করছেন৷
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ঘটায় রোবোটিক্সের জগতে সম্পূর্ণ নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে৷
কার্ল হারেনব্রক/জেডএইচ