জার্মানির ফক্সভাগেনের মুনাফায় পতন
২৬ জুলাই ২০২৫জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সভাগেন দ্বিতীয় প্রান্তিকে তাদের মুনাফায় বড় ধরনের পতনের কথা জানিয়েছে। তারা এর পেছনে মার্কিন শুল্ক, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া এবং কম লাভজনক বৈদ্যুতিক গাড়ির বিক্রি বৃদ্ধিকে দায়ী করেছে।
প্রতিষ্ঠানটি বলছে, চলতি বছর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে সংস্থাটির নিট লাভ দাঁড়িয়েছে ২৩০ কোটি ইউরোতে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৬.৩ শতাংশ কম। এই বিশাল পতন জার্মানির গাড়ি শিল্পে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তাদের বিলাসবহুল ব্র্যান্ড পোর্শে এবং আউডি-র অবস্থা ছিল বিশেষভাবে হতাশাজনক। শুধু তাই নয়, চীনের বাজারেও তাদের বিক্রি কমেছে বলে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি বলেছে, মুনাফা এই পতনের পূর্বাভাস আগেই দিয়েছিলেন বিশ্লেষকরা।
ফক্সভাগেনের প্রধান নির্বাহী অলিভার ব্লুমে বলছেন, একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অর্থ বিষয়ক পরিচালক আর্নো আন্টলিৎস বলেছেন, তিনি সর্বোচ্চ এমন পরিস্থিতিই তৈরি হতে পারে বলে আগেই ধারণা করছিলেন।
ব্লুমে আরও বলেন, "আমরা ডিজাইন, প্রযুক্তি ও গুণমানে সুস্পষ্ট উন্নতি করেছি। আমাদের অর্ডার বুক ভালোই ভরা আছে।”
তবে এই ধাক্কার পর ফক্সভাগেন তাদের চলমান পুনর্গঠন পরিকল্পনা ‘দৃঢ়ভাবে বাস্তবায়ন এবং প্রয়োজনে দ্রুততর' করার কথা জানিয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রায় ৩৫,০০০ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা রয়েছে এই জার্মান গাড়ি নির্মাতা জায়ান্টের।
এসএসজি/জেডএ