জার্মানিতে শিশু জন্মহার কমেই চলেছে
৩১ জুলাই ২০০৯অবাক কাণ্ড, মা না হওয়ার ঝোঁকটা শিক্ষিত মেয়েদের মাঝেই বেশি!
দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে এমন মেয়েরা আগের তুলনায় অনেক কম হারে মা হচ্ছেন৷ ২০০৮ সালের এক জরিপে আরো যে বিষয়টি বেরিয়ে এসেছে, তা হলো, ৪০ থেকে ৪৪ বছর বয়সী মহিলাদের শতকরা ২১ জনেরই কোনো সন্তান নেই৷ তবে মেয়েদের মাঝে মা না হওয়ার ঝোঁক যে আগে এত বেশি ছিল না, তা বোঝা গেছে একই জরিপ থেকে পাওয়া আরেকটি তথ্যে৷ ৫০ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে কোনো সন্তান নেই এমন মহিলা পাওয়া গেছে শতকরা মাত্র ১৬ জন৷
অবশ্য শিশু জন্মহার কমে যাওয়ার বিষয়টি জার্মানির পশ্চিমের চেয়ে পূর্বাঞ্চলে এখনো অনেকটাই কম৷ দু প্রান্তের ৩৫ থেকে ৩৯ বছর বয়সী মহিলাদের মাঝে জরিপ চালিয়ে দেখা গেছে, পশ্চিমের শতকরা ২৮ ভাগ মেয়ে মা হননি, পূর্বে এ হার অনেক কম --- মাত্র শতকরা ১৬ ভাগ৷
কিন্তু প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে এমন মেয়েদের মাঝে মা না হওয়ার প্রবণতা বাড়ছে কেন? জার্মানির পরিবার বিষয়ক মন্ত্রী উরসুলা ফন ডেয়ার লাইয়েন মনে করেন, এমনটি হওয়ার সবচেয়ে বড় কারণ ক্যারিয়ার সচেতনতা, ‘এখনকার মহিলাদের অনেককেই ক্যারিয়ার এবং সন্তানের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হয়৷ এ অবস্থা অবশ্যই বদলানো দরকার৷'
অভিবাসীদের মাঝে অবশ্য শিশু জন্মহার এত কম নয়৷ কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য বলছে, অভিবাসী মেয়েদের মা হওয়ার ঝোঁক এখনো স্বাভাবিক৷
ইউরোপীয় প্রতিবেশী দেশগুলোর চেয়েও শিশু জন্মহার জার্মানিতে বেশ কম৷ ২০০৭ সালে জার্মানির শিশু জন্মহার ছিল ১ দশমিক ৩৭ ভাগ, ফ্রান্স, সুইডেন এবং নরওয়েতে চিত্রটা তখন বেশ অন্যরকম৷ ফ্রান্সে ১ দশমিক ৯ ভাগ আর সুইডেন ও নরওয়েতে ছিল শতকরা ১ দশমিক ৮ ভাগ৷
প্রতিবেদক: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: আবদুস সাত্তার