জার্মানিতে প্রতি পাঁচজনের মধ্যে একজন একা
১৭ জুলাই ২০২৫২০০৪ সালে যেখানে ১ কোটি ৪০ লাখ মানুষ জার্মানিতে একা বাস করতেন, সেখানে এখন তা ২২ ভাগ বেড়েছে। এই হার ইউরোপীয় ইউনিয়নের সংখ্যার গড়ের (১৬.২ ভাগ) থেকে অনেক বেশি।
বয়স্কদের মধ্যে প্রবণতা
৬৫ বছরের বেশি বয়সিদের মধ্যে এক-তৃতীয়াংশ (৩৪%) একা বাস করেন। ৮৫ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে এই হার ৫৬ ভাগ৷ তবে তরুণরাও এই প্রবণতার বাইরে নেই - ২৫ থেকে ৩৪ বছর বয়সিদের ২৮ ভাগ এখন একা বাস করেন।
দারিদ্র্যের ঝুঁকি
২০২৪ সালের মাইক্রো-সেন্সাসের প্রাথমিক ফলাফল অনুযায়ী, একক পরিবারের ২৯ ভাগ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে, যা সাধারণ জনগোষ্ঠীর তুলনায় প্রায় দ্বিগুণ।
বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও গত দুই দশকে জার্মানিতে দারিদ্র্যের হারের বৃদ্ধি পেয়েছে৷ হিউম্যান রাইটস ওয়াচের এ বছরের মার্চ মাসের প্রতিবেদন অনুযায়ী, ২০০৫ সালে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার পুনর্গঠন এর মূল কারণ।
নারীদের উপর বিশেষ প্রভাব
‘জেন্ডার পেনশন গ্যাপ’ এর কারণে অনেক বয়স্ক নারী দারিদ্র্যের মুখে পড়েছেন। কম মজুরি, ক্যারিয়ার বিরতি এবং সামাজিক দায়িত্বের কারণে নারীদের পেনশন অনেক কম হয়।
৬৫ বছরের বেশি বয়সি নারীদের ৩৮.২ ভাগ মাসিক ১ হাজার ইউরোর কম পেনশন পান।
একা বাস করার এই প্রবণতা জার্মানিতে নতুন সামাজিক চ্যালেঞ্জের সৃষ্টি করেছে, বিশেষ করে নারী ও বয়স্কদের জন্য। জার্মানিতে বর্তমানে ৮ কোটি ৩৬ লাখ মানুষ মাস করেন৷
এসএসজি/এপিবি (ডিপিএ)