ছবিতে মরক্কোর ভূমিকম্প
মরক্কোর মারাকেশ থেকে ৭৫ কিলোমিটার উত্তরে ৬.৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন দুই হাজারের বেশি মানুষ৷ আরো কম্পনের ঝুঁকির মধ্যেও উদ্ধার তৎপরতা চলছে৷
কঠিন উদ্ধার অভিযান
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার অভিযান নিরাপদ দূরত্ব থেকে দেখছেন একদল মানুষ৷ মরক্কোর আরবি ভাষার পত্রিকা হ্যাসপ্রেস জানিয়েছে যে প্রশিক্ষিত কুকুরসহ স্পেনের উদ্ধারকারী দলও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের খুঁজে পেতে অভিযান পরিচালনা করছে৷
গভীর রাতে প্রাণঘাতী ভূমিকম্প
মরক্কোয় শুক্রবার গভীর রাতে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে প্রাকৃতিক এই দুর্যোগে এখন অবধি প্রাণ হারিয়েছেন দুই হাজারের বেশি মানুষ এবং এক হাজার চারশো জনের অবস্থা সংকটাপন্ন৷
ঐতিহাসিক মারাকেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত
ভূপৃষ্ঠের ১৮.৫ কিলোমিটার গভীরে ভূমিকম্প ঘটে৷ পর্যটকদের কাছে জনপ্রিয় মারাকেশ শহরটি থেকে মাত্র ৭২ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল৷ শহরটির বাসিন্দার সংখ্যা আট লাখ চল্লিশ হাজার৷
আবারো কম্পনের আশঙ্কা
সাধারণত ভূমিকম্পের পর আরো কয়েকটি কম্পনের আশঙ্কা থাকে৷ সেই আশঙ্কায় অনেক মানুষকে এদিক সেদিক ছোটাছুটি করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে৷ আরো কম্পনের আশঙ্কায় অনেকে ঘরের বাইরে রাত কাটাচ্ছেন৷
উদ্ধার অভিযান শুরু
ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অভিযান শুরু হয়৷ স্বাস্থ্য কর্তৃপক্ষ আহতদের জন্য রক্ত দিতে মরক্কোর সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছে৷
বিচ্ছিন্ন হয়ে গেছে প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রাম
ভূমিকম্পের কারণে প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে৷ সেখানে পৌঁছানো দুরূহ হয়ে উঠেছে উদ্ধারকারীদের পক্ষে৷
গাড়ি, পাথরে বন্ধ রাস্তা
পার্বত্য এলাকার অনেক সড়কে পাথর পড়ে সেগুলো ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে৷ রাস্তায় গাড়ির কারণেও সৃষ্টি হয়েছে যানজট৷ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়৷ সেখানকার বাসিন্দাদের আয়ের বড় উৎস পর্যটন খাত৷
এক শতকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প
গত এক শতকের বেশি সময়ের মধ্যে এটা মরক্কোয় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ৷ এর আগে ১৯৬০ সালে ৫.৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান বারো হাজার মানুষ৷
তিনদিনের জাতীয় শোক
প্রাণঘাতী এই প্রাকৃতিক বিপর্যয়ের পর তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে মরক্কো৷ এই সময়টাতে সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে৷
এআই/জেডএইচ