চ্যাম্পিয়নস ট্রফি: বুমরাহ না থাকায় চাপে থাকতে পারে ভারত
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি দুবাইতে। চোটের কারণে দলে নেই বুমরাহ। চোটমুক্ত শামি অবশ্য আছেন।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত
ভারতীয় দলের অধিনায়ক হলেন রোহিত শর্মা। কিছুদিন হলো রোহিত ফর্মে নেই। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে সেঞ্চুরি করেছেন রোহিত। তৃতীয় ম্যাচে আবার ব্যর্থ হয়েছেন তিনি। রোহিত জানিয়েছেন, তিনি তার খেলার ধরণ বদলাবেন না। দলের জন্য শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করবেন। ভারতীয় দলের সহ অধিনায়ক হলেন শুভমন গিল।
বুমরাহ নেই
চোটের কারণে ছিটকে গেছেন যশপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়া সফরে তিনি চোট পেয়েছিলেন। তারপর তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেননি। এখনো চোটমুক্ত হতে পারেননি বুমরাহ। তার চিকিৎসা চলছে। বুমরাহ না থাকাটা ভারতীয় দলের কাছে ধাক্কা। কারণ, বুমরাহ এখন শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম সেরা পেসার। তার অনুপস্থিতিতে ভারত চাপে থাকবে।
দলে চার পেসার
১৬ জনের ভারতীয় দলে চার পেসার। চোট সারিয়ে দলে ফিরেছেন মহম্মদ শামি। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন। পুরনো ফর্মে না ফিরতে পারলেও ভালো বল করেছেন শামি। এছাড়া আছেন হর্ষিত রানা, আর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া। আর্শদীপ এখন একদিনের দলে প্রধান পেসার। হর্ষিত দলে নবাগত হলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো বল করেছেন। হার্দিকও তার পুরনো ফর্ম ফিরে পাচ্ছেন। তারাই ভারতের পেস আক্রমণ সামলাবেন।
আছেন পাঁচ স্পিনার
দুবাইয়ের পিচ স্পিন সহায়ক হতে পারে। তাই ভারতের ১৬ জনের দলে আছেন পাঁচ স্পিনার। এর মধ্যে সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজে বরুণ চক্রবর্তী ভালো বল করেছেন। তিনিই কোচ গৌতম গম্ভীরের তুরুপের তাস। আছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল।
ব্যাটিংয়ে যারা ভরসা
ভারতের ব্যাটিং শুরু করবেন রোহিত শর্মা এবং শুভমন গিল। তিন নম্বরে আসবেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিতের মতো বিরাটও ফর্মে নেই। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে তিনি অর্ধশতরান করেছেন। শ্রেয়স আইয়ার ভালো ফর্মে আছেন। কে এল রাহুলও ভরসা যোগাচ্ছেন।
অলরাউন্ডারদের উপরে ভরসা কোচের
কোচ গৌতম গম্ভীর দলে একাধিক অলরাউন্ডার নিতে চান। সেজন্যই টিমে প্রাধান্য পেতে পারেন হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিটন সুন্দর, রবীন্দ্র জাদেজারা।
উইকেটরক্ষকের দায়িত্বে
টিমে দুইজন উইকেটরক্ষক আছেন। কে এল রাহুল এবং ঋষভ পন্থ। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সবকটি ম্যাচেই কে এল রাহুল খেলেছেন। পন্থকে খেলানো হয়নি। এভাবেই নিজের পছন্দটা বুঝিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর।
গাভাস্কারের মতে
সুনীল গাভাস্কার মনে করেন, ভারত এইবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিততে পারে। টিমের সদস্যরা একে অন্যকে উৎসাহিত করছেন, একটা দল হয়ে খেলার চেষ্টা করছেন। এটা খুব বড় ব্যাপার। গাভাস্কার মনে করেন, বিরাট কোহলি চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলবেন। কারণ, বড় প্রতিযোগিতা বা ম্যাচ থাকলে বিরাট চেগে যান। ফলে এই বড় মঞ্চে তিনি সফল হতে চাইবেন।
ভারত-বাংলাদেশ ম্যাচ
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ও বাংলাদেশের ম্যাচ আগামী ২০ ফেব্রুয়ারি। খেলা হবে দুবাইতে। ভারতীয় সময় বেলা আড়াইটা ও বাংলাদেশের সময় বেলা দুইটায় ম্যাচ শুরু হবে।