চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রসারণের প্রস্তাব নাকচ করলো
৩ জুন ২০০৫��াধা সৃষ্টি হতে পারে৷
চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জাপানের প্রার্থীতার ঘোর বিরোধী৷ বলেছে বেইজিং পরিষদে স্থায়ী সদস্যপদ লাভে জাপানের প্রচেষ্টা বানচাল করে দিতে চেষ্টার কোন ত্রুটি করবে না৷ কেননা জাপান চীনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল৷ তবে জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং উল্লেখ করেন যে, বেইজিং পরিষদে জার্মানির স্থায়ী সদস্যপদ লাভের বিরোধী নয়৷
জাপান ও জার্মানির সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ অর্জনের প্রচেষ্টা করছে ভারত ও ব্রাজিলও৷ চারদেশের এই গোষ্ঠী গত ১৬ মে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব পেশ করে- যাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা বর্তমানের পনেরোটির স্থলে আরো দশটি বাড়িয়ে মোট পঁচিশটি করার কথা বলা হয়েছে- ছয়টি স্থায়ী এবং চারটি পর্যায়ক্রমিক সদস্য৷ কিন্তু ইতালি, পাকিস্তান ও মেক্সিকো এই প্রস্তাবের বিরোধী৷ এই দেশগুলোও তাদের প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা বাড়িয়ে পঁচিশ করার কথা বলেছে৷ তবে আর কোন ভেটো অধিকার ভোগী স্থায়ী সদস্য নয়৷এই প্রস্তাবটিকেই চীন সমর্থন করছে৷
কিন্তু ভারত, জাপান, জার্মানি ও ব্রাজিলের প্রস্তাবে বলা হয়েছে, স্থায়ী সবগুলো নতুন সদস্যেরই অধিকার থাকবে ভেটো প্রয়োগের বর্তমানের পাঁচটি স্থায়ী সদস্যের মত৷ বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে বৃটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো সম্প্রসারণের বিরোধী৷
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জাপানের স্থায়ী সদস্য পদ লাভের বিরোধী চীন হলেও মার্কিন যুক্তরাষ্ট্র এর সমর্থক৷ জার্মানির প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সংবিধান ফ্রান্স ও হল্যান্ডের প্রত্যাখ্যানের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জার্মানির স্থায়ী সদস্যপদ অর্জনের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে৷ বৃটেন ও ফ্রান্স চারটি প্রার্থী দেশের পেছনে রয়েছে৷ এ ব্যাপারে রাশিয়ার নীতি-অবস্থান এখনো স্পষ্ট নয়৷
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ বিশেষ করে জাপানের স্থায়ী সদস্য পদ লাভে চীনের প্রবল বিরোধীতার পরেও জাপান গতকাল বলেছে, টোকিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ঐতিহাসিক সম্প্রসারণ সম্ভব করে তুলতে বেইজিংকে বোঝাতে পারবে বলে আশা করছে৷
ভারতের প্রেসিডেন্ট এ পি জে আবদুল কালাম বলেন, জাতিসংঘের ভমিকাকে আরো ফলপ্রসু করতে ভারতের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভ করা উচিত্৷ তিনি এ কথা বলেন ইউক্রেনের পার্লামেন্টে দেওয়া এক ভাষনে৷
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে আগ্রহী আর এক দেশ ব্রাজিল সাবধানবানী উচ্চারণ করে বলেছে যে, চীন বিচ্ছিন্ন হয়ে পড়বে যদি দেশটি পরিষদের সম্প্রসারণে বাধা দান অব্যাহত রাখে৷
জাতিসংঘের মহাসচিব কোফি আন্নান প্রস্তাব দিয়েছেন জাতিসংঘের ব্যাপকভত্তিক সংস্কার সাধনে৷ তিনি বলেন, জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোকে চলতি বছর তাঁর এই প্রস্তাবের ওপর সিদ্ধান্ত নিতে হবে৷ যদি ঐকমত্য না হয় তাহলে এর ওপর ভোটাভুটি হবে৷ তবে তিনি আশা করেন যে, তাঁর প্রস্তাব সম্পর্কে সদস্যরাষ্ট্রগুলো একমত হবে৷
আন্নান গত মার্চ মাসে জাতিসংঘের ব্যাপক আধুনিকায়নের প্রস্তাব দেন এবং এর ওপর আগামী সেপ্টেম্বরের মধ্যে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোকে তাদের সিদ্ধান্ত জানানোর কথা বলেন৷