চীনের সাংবাদিকদের জন্য নতুন গাইড লাইন
১২ আগস্ট ২০০৮যেসব চীনা সাংবাদিক অলিম্পিক কভার করছেন তাদেরকে চীন সরকারের পক্ষ থেকে গাইড লাইন দেয়ার তথ্যটি প্রকাশ করেছে হংকং ভিত্তিক পত্রিকা সাউথ চায়না মর্নিং পোস্ট৷ পত্রিকাটি জানিয়েছে কম্যুনিস্ট শাসিত চীন সরকারের প্রোপাগান্ডা ব্যুরো থেকে সম্প্রতি এ গাইড লাইনটি দেয়া হয়েছে৷ এতে চীনা সাংবাদিকদের প্রতি মোট ২১টি নির্দেশ দেয়া হয়েছে৷ তাদের বলা হয়েছে বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে তারা যেন কোন সংবাদ না প্রচার করে৷ এসব ইস্যুর মধ্যে রয়েছে, বিভিন্ন ওয়েবসাইট প্রচার করতে না দেয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত, চীনা কম্যুনিস্ট নেতৃবৃন্দের ব্যক্তিগত জীবন ও অলিম্পিক ভিলেজের আশপাশে চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছে সেসব প্রতিবাদ কর্মসূচী৷ এছাড়া অলিম্পিক ভিলেজের খাদ্য নিরাপত্তা ও ধর্মীয় সুযোগ সুবিধা নিয়েও যাতে কোন সংবাদ প্রচার না করা হয় সেজন্য বলা হয়েছে সাংবাদিকদের৷ সাউথ চায়না মর্নিং পোস্ট আরও জানিয়েছে, বেধে দেয়া গাইড লাইনে বলা হয়েছে, অলিম্পিক চলাকালে যদি কোন দুর্ঘটনা ঘটে যায় তাহলে এ ব্যাপারে সংবাদ প্রচারের আগে চীনের প্রোপাগান্ডা কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে৷
চীন সরকারের নতুন এ পদক্ষেপের ফলে চীনের বিভিন্ন সংবাদ মাধ্যম কর্মীদের মধ্যে এখন একটি অনিশ্চয়তার ছায়া বিরাজ করছে৷ বেইজিং থেকে প্রকাশিত একটি পত্রিকার সাংবাদিক বার্তা সংস্থা ডিপিএকে বলেন, আমাদেরকে বলা হয়েছে দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর এমন কিছু প্রকাশ না করতে৷ আমাদেরকে তিব্বতের ঘটনাবলী কিংবা ফালুংগংয়ের অনুসারীদের কোন ছবি না ছাপাতে বলা হয়েছে৷ ওই সাংবাদিক আরও বলেন, আমাদের সীমানা বেধে দেয়া হয়েছে৷ আমরা সকলেই এখন নার্ভাস৷
উল্লেখ্য, গত সপ্তাহে বেইজিংয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন মার্কিন নাগরিক টড বাখম্যান৷ তিনি মার্কিন ভলিবল দলের কোচের আত্মীয়৷ টড বাখম্যান অলিম্পিক গেমস দেখতে বেইজিংয়ে অবস্থান করছিলেন৷ এমন একটি হত্যাকান্ড হয়ে যাওয়ার পরও চীনা সরকারী বার্তা সংস্থার দেয়া সংবাদ ছাড়া অন্য কিছু প্রচার করতে পারেনি সেদেশের সংবাদমাধ্যম৷
এদিকে চীনা সাংবাদিকদের প্রতি সেদেশের সরকারের পক্ষ থেকে দেয়া গাইড লাইনের সমালোচনা করেছেন রিপোর্টার্স উইদাউট বর্ডারস এর এশিয়া প্যাসিফিক ডেস্ক এর প্রধান ভিনসেন্ট ব্রোসেল৷ চীন সরকার অলিম্পিক চলাকালে সংবাদ কর্মীদের স্বাধীনতা দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলো এ সিদ্ধান্তের মাধ্যমে তা ভঙ্গ করা হলো বলে মন্তব্য করেছেন ভিনসেন্ট ব্রোসেল৷