চার বন্দির মরদেহ হস্তান্তর করেছে হামাস
২০ ফেব্রুয়ারি ২০২৫গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তির অধীনে আজ বৃহস্পতিবার কেফির বিবাস ও অ্যাারিয়েলের মা শিরি বিবাস এবং ওদেদ লিফশিতজ নামের মোট চারজনের মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস৷
কফিন হস্তান্তরের সময় হামাসের সশস্ত্র যোদ্ধারা এলাকাটি ঘিরে রেখেছিল৷ প্রতিটি কফিনের উপর পরিচয় শনাক্তের জন্য একটি করে ছোট ছবি লাগানো ছিল৷ নিরাপত্তার স্বার্থে এ সময় রেডক্রসের গাড়িগুলো ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সরে যায়৷
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার ট্যুর্ক মরদেহ হস্তান্তরের এই প্রক্রিয়াকে ঘৃণ্য ও বর্বরোচিত বলে আখ্যা দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘আন্তর্জাতিক আইনের অধীনে বন্দির মরদেহ হস্তান্তরের জন্য এ ধরনের নির্মম ও অমানবিক পন্থা পরিহার করা উচিত৷''
কফিন হস্তান্তরের পর ইসরায়েলের উদ্দেশে নিয়ে যাওয়ার আগে তা ইসরায়েল মিলিটারিরা তল্লাশি করে৷ বৃষ্টি উপেক্ষা করে ইসরায়েলের সাধারণ জনগণ রাস্তার দুপাশে দাঁড়িয়ে কফিন বহনকারী গাড়িবহরকে শেষবারের মতো সম্মান জানিয়েছে৷
ইসরায়েলের রাজধানী তেলআবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের সামনে বন্দি চত্বরেও শোক প্রকাশ করতে জড়ো হয়েছিলেন অনেক নাগরিক৷
এসএইচ/এসিবি (রয়টার্স)