গ্রিসে দুই ট্রেনের ধাক্কা, মৃত ২৬
১ মার্চ ২০২৩যাত্রীবাহী ট্রেনটি এথেন্স থেকে থেসালনিকি যাচ্ছিল। আর মালগাড়িটি থেসালনিকি থেকে লরিসা আসছিল। মধ্য গ্রিসের লারিসা স্টেশনের বাইরে দুইটি ট্রেনের সংঘর্ষ হয়।
ওই এলাকার গভর্নর জানিয়েছেন, রীতিমতো জোরে ধাক্কা লেগেছে। যাত্রীবাহী ট্রেনের চারটি কামরা লাইনচ্যূত হয়ে যায়। প্রথম দুইটি কামরা একেবারে দলা পাকিয়ে গেছে। ওই কামরাগুলিতে আগুনও লেগে যায়।
কীভাবে এই দুর্ঘটনা হলো, তা এখনো স্পষ্ট নয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫০ জন যাত্রীকে উদ্ধার করে বাসে করে থেসালনিকিতে পাঠানো হয়েছে।
টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যাচ্ছে, উদ্ধারকারীরা টর্চ দিয়ে পরিস্থিতি দেখছেন। জীবীতদের উদ্ধার করার চেষ্টা করছেন। ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে। চারপাশে কামরার ধ্বংসস্তূপ ছড়ানো।
উদ্ধার করা এক যাত্রী টিভিতে জানিয়েছেন, ''দুর্ঘটনার পর যাত্রীরা আতঙ্কে প্রবল চিৎকার করছিলেন। ''আরেক যাত্রী অ্যাঞ্জেলস জানিয়েছেন, ''মনে হচ্ছিল, বড় ভূমিকম্প হয়েছে। ''
ট্রেন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকাজ চলছে।
জিএইচ/এসজি (রয়টার্স, এএফপি)