গ্যাস ছড়িয়ে পাঞ্জাবে ১১ জনের মৃত্যু
৩০ এপ্রিল ২০২৩রোববার পাঞ্জাবের লুধিয়ানা জেলায় একটি কারখানা থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে দুই শিশুসহ ১১ জনের মৃত্যুর খবর দিয়েছে কর্তৃপক্ষ৷ জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী-এনডিআরএফ ঘটনাস্থলে পৌঁছেছে৷
লুধিয়ানা পুলিশের উপ-কমিশনার সুরভি মালিক ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই মুহূর্তে আমি ঘটনাস্থলে রয়েছি৷ আমাদের দুর্যোগ মোকাবিলা দল, চিকিৎসক সবাই এখানে রয়েছেন৷’’
কেন বা কিভাবে গ্যাস ছড়িয়ে পড়েছে সেই বিষয়ে তারা তদন্ত করছেন বলেও জানান সুরভি মালিক৷ উদ্ধার ও ত্রাণ তৎপরতার কথা জানিয়ে টুইট করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান৷
বার্তা সংস্থা এএনআই এর একটি ভিডিওতে দেখা গেছে মাস্ক পরা পুলিশ সদস্য ও উদ্ধারকর্মীরা আক্রান্ত এলাকা ঘিরে রেখেছেন৷
ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল সোয়া সাতটার দিকে গ্যাস লিকের ঘটনা প্রথম টের পান বাসিন্দারা৷ কারখানার ৩০০ মিটারের মধ্যে বসবাসরতরা শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন৷
ইন্ডিয়ান এক্সপ্রেসকে লুধিয়ানা পুলিশ কমিশনার মনদীপ সিং সিধু জানিয়েছেন, তারা ড্রোন ব্যবহার করে আক্রান্তের সন্ধান করেছেন৷ তবে বাড়ির ছাদে, চত্বরে অচেতন কারো সন্ধান এখনও পাননি৷
পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাব ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত৷ তিন কোটি ১০ মানুষের বসবাস এই রাজ্যে, যাদের বেশিরভাগ শিখ জনগোষ্ঠী৷
এফএস/এডিকে (এএফপি, রয়টার্স)
বাংলাদেশে বিভিন্ন সময়ের গ্যাস দুর্ঘটনা নিয়ে দেখুন ছবিঘর...