গাজায় ইসরায়েলের হামলা : বাংলাদেশে প্রতিবাদ, বিক্ষোভ, ভাংচুর, লুটপাট
ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে৷ ইসরায়েলের বিরুদ্ধে তাই বিক্ষোভ চলছে বাংলাদেশ জুড়ে, উঠছে হামলা বন্ধের দাবি৷ বিক্ষোভের মাঝেই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে৷ দেখুন ছবিঘরে...
ইসরায়েলের হামলার প্রতিবাদ
ফিলিস্তিনীদের প্রতি সংহতি জানিয়ে সোমবার বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন সংগঠন৷ ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় হয় বিক্ষোভ মিছিল সমাবেশ৷ ঢাকার মার্কিন দূতাবাসের কাছাকাছিও একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে সোমবার৷
আলোচনায় হামলা, লুটপাট
গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিক্ষোভ হয়েছে,এখনো হচ্ছে৷ বাংলাদেশেও বিক্ষোভের ডাক দেওয়া হয়৷ কিন্তু সোমবার বেশ কয়েকটি জেলায় বিক্ষোভের সময় ভাংচুর, লুটপাটের ঘটনাও ঘটেছে৷
চট্টগ্রামে বিক্ষোভ, ভাংচুর
সোমবার চট্টগাম শহরের বিভিন্ন স্থানে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে৷ বিক্ষোভের সময় ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটতে দেখা যায়৷
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট
বিক্ষোভের সময় জিইসি মোড়সহ চট্টগ্রাম নগরীর কয়েকটি স্থানে কেএফসি, পিৎজা হাট, পুমাসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট চালানো হয়৷এখানে নগরীর পুমা শোরুমে, হামলা, ভাংচুরের চিত্র৷
গাজীপুরে হামলা
সোমবার গাজীপুরের বিভিন্ন স্থানেও বিক্ষোভকারীদের একাংশ হামলা, ভাংচুর চালায়৷ এ সময় শহরের বাটা’র শোরুমসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়৷
খুলনায় ভাংচুর
খুলনায় শহরেও বেশ কিছু স্থাপনায় ভাংচুর চালানো হয়৷ বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়, শহরের কেএফসি ও বাটা শোরুমে হামলা করে ব্যাপক ভাংচুর চালায় কতিপয় বিক্ষোভকারী৷
হামলাস্থলে সেনাবাহিনী
ভাংচুরের পর পরিস্থিতি সামাল দিতে খুলনা শহরের একটি বাটার শোরুমের সামনে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা৷
সিলেটে বিক্ষোভ, ভাংচুর, লুটপাট
সোমবার গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে সিলেটেও রাস্তায় নামেন বিক্ষুব্ধরা৷ বিক্ষোভের সময় শহরের বিভিন্ন স্থানে ভাংচুর, এমনকি লুটপাটের ঘটনাও ঘটেছে৷ ছবিতে সিলেট শহরের কেএফসি রেস্টুরেন্টে হামলা, ভাংচুরের মুহূর্ত৷
কক্সবাজারে বিক্ষোভ, ভাংচুর
সোমবার কক্সবাজার শহরেও গাজায় ইসরেয়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে৷ এ সময় শহরের সুগন্ধা পয়েন্টের একটি কেএফসি রেস্তোরাঁয় হামলা ও ভাংচুর চালানো হয়৷
‘লুটের জুতো বিক্রির বিজ্ঞাপন’
সিলেটে কতিপয় বিক্ষোভকারী লুট করেই থেমে থাকেননি, বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী কেউ কেউ বাটা’র শোরুম থেকে লুট করা জুতো অনলাইনে বিক্রির জন্য বিজ্ঞাপনও দিয়েছেন৷ এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ৷
সারাদেশে আটক ৫৬
পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ডয়চে ভেলেকে জানান, দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভের সময় ভাংচুর, লুটপাটের অভিযোগে ৫৬ জনকে আটক করা হয়েছে৷ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার ভিডিও দেখে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে৷ সন্দেহভাজন সবাইকে আটক না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে৷
মঙ্গলবারও বিক্ষোভ
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবারও সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন৷