গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে ঢাকায় লাখো জনতার সমাবেশ
১২ এপ্রিল ২০২৫তারা ফিলিস্তিনি অঞ্চল গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন৷
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা' গণজমায়েত থেকে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ‘‘গণহত্যা বন্ধের দাবি'' তোলা হয়৷ এর আয়োজন করে ‘‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট''৷
বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিসহ বিভিন্ন ইসলামিক গোষ্ঠী এবং দল গণজমায়েতে অংশ নেয়৷
গণজমায়েতে প্রতিবাদকারীরা শতশত ফিলিস্তিনি পতাকা উড়িয়েছেন এবং ‘‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন''-সহ বিভিন্ন শ্লোগান দিয়েছেন৷ গণজমায়েতের শেষে এক ঘোষণাপত্রে ‘‘ইসরায়েলি গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে'' দাবি করা হয়৷ পাশাপাশি ‘‘বাংলাদেশি পাসপোর্টে ‘Except Israel' শর্ত পুনর্বহাল করতে হবে এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরও সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে'' বলেও দাবি তোলা হয়েছে৷
বাংলাদেশের ১৭ কোটি নাগরিকের সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মাবলম্বী এবং দেশটির সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই৷ দক্ষিণ এশিয়ার দেশটি আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে৷
উল্লেখ্য ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে প্রায় ১২০০ মানুষকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে অপহরণ করে হামাস৷ অপহৃত ৫৯ জনকে তারা এখনো ফেরত দেয়নি, যাদের মধ্যে ২৪ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে৷
ইসরায়েল, যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে হামাস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত৷
হামাসের সেই হামলার পর ইসরায়েলের পাল্টা হামলা, অভিযান ও যুদ্ধে এখন অবধি ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন৷
এআই/এডিকে (এপি, প্রথম আলো)