গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৪
২৫ এপ্রিল ২০২৫বৃহস্পতিবার উত্তরের জাবালিয়াতে একটি পুলিশ স্টেশনে চালানো হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়।দিনের অন্যান্য হামলায় নিহত হয় আরো ৩৪ জন৷ ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা হামাস এবং ইসলামিক জিহাদ গোষ্ঠীর কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ফিলিস্তিনের স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরায়েলের দুটি ক্ষেপণাস্ত্র একটি বাজারের কাছে অবস্থিত পুলিশ স্টেশনে আঘাত হানে। হামলাটিতে অনেকে আহত হয়৷
একই দিনের অন্যান্য হামলায় আরো ৩৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় একটি শিশু হাসপাতাল অকার্যকর হয়ে পড়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, হামাস এবং ইসলামিক জিহাদ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।
তারা আরো জানায়, গাজা ভূখণ্ডে তাদের একজন সৈন্য নিহত এবং কয়েকজন আহত হয়েছে।
গত ১৮ মাস ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে, ইসরায়েলি হামলায় ১,৯০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক।
এএনএস/এসিবি (রয়টার্স)