গাজায় আবার ইসরায়েলের হামলা, নিহত তিন শতাধিক
১৮ মার্চ ২০২৫মঙ্গলবার আচমকাই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। মূলত বিমানবাহিনী বোমাবর্ষণ করছে সেখানে। ইসরায়েল জানিয়েছে, হামাসকে লক্ষ্য করেই এই বোমাবর্ষণ করা হচ্ছে। গত ১৯ জানুয়ারির পর গাজায় হামলা বন্ধ রেখেছিল ইসরায়েল। আলোচনা হচ্ছিল হামাসের সঙ্গে। শুরু হয়েছিল বন্দি বিনিময়ও। অভিযোগ, সম্প্রতি হামাস সেই আলোচনা বন্ধ রেখেছে। তারই জেরে ইসরায়েল নতুন করে আক্রমণ শুরু করেছে বলে অভিযোগ।
এক্স হ্যান্ডেলে ইসরায়েলের সেনা লিখেছে, 'গাজায় সন্ত্রাসবাদী হামাসের পরিকাঠামো লক্ষ্য করে বোমাবর্ষণ করা হচ্ছে।' এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের সঙ্গে কথা বলে তিনি হতাশ। তারা এখনো ২০২৩ সালের ৭ অক্টোবর অপহরণ করা সমস্ত বন্দিকে মুক্তি দেয়নি। বন্দি প্রত্যার্পণের আলোচনাও তারা বন্ধ করে দিয়েছে।
উল্লেখ্য, ৭ অক্টোবরের পরেই ইসরায়েল গাজায় অভিযান শুরু করেছিল। জার্মানি, অ্যামেরিকা-সহ একাধিক দেশ হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে।
হামাসের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইসরায়েল সংঘর্ষ-বিরতির চুক্তি ভেঙেছে। তারা গাজায় বসবাসকারী ফিলিস্তিনি মানুষের উপর নতুন করে আক্রমণ শুরু করেছে। ঘটনায় এখনো পর্যন্ত ৩২৬ জনের মৃত্যু হয়েছে।
ইসরায়েলি সেনা ইতিমধ্যেই পূর্ব গাজায় বসবাসকারী ব্যক্তিদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। মনে করা হচ্ছে, ওই অঞ্চলে ইসরায়েল নতুন করে স্থলসেনা পাঠাবে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যমের দাবি, নতুন করে আক্রমণ শুরু করার আগে ইসরায়েলে এবিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছিল।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষক মাইরাভ জোনজেইনের সঙ্গে কথা বলেছিল ডিডাব্লিউ। তিনি জানিয়েছেন, ''কেন ইসরায়েল এভাবে নতুন করে আক্রমণ শুরু করলো তা এখনো স্পষ্ট নয়।'' তবে একাজ করে ইসরায়েল যে চুক্তি ভঙ্গ করেছে, তা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না বলেই তিনি মনে করেন। নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্যই এ কাজ করছেন বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞ।
হুতির দাবি
এদিকে হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা অ্যামেরিকার একটি যুদ্ধজাহাজে হামলা করেছে। এই জাহাজ যুদ্ধবিমানের জন্য বিশেষভাবে তৈরি বলে জানিয়েছে তারা।
সমাজ মাধ্যমে হুতিদের দাবি, অ্যামেরিকার ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকেরিয়ার গ্রুপের জাহাজে তারা আক্রমণ চালিয়েছে। ড্রোন এবং মিসাইল আক্রমণ চালানো হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ওই গ্রুপের জাহাজে এটি তৃতীয় হামলা বলে দাবি করা হয়েছে। জাহাজটি লোহিত সাগরে দাঁড়িয়ে বলে জানানো হয়েছে।
অ্যামেরিকা এখনো পর্যন্ত হুতির এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা লাগাতার হুতি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালাচ্ছে। অ্যামেরিকা জানিয়ে দিয়েছে, হুতিরা লোহিত সাগরে অ্যামেরিকার জাহাজের উপর আক্রমণ বন্ধ না করলে তারা এই হামলা বন্ধ করবে না।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)