গণমাধ্যমের স্বাধীনতা কোথায় কেমন?
রিপোর্টারস উইথআউট বর্ডার- এর সদ্য প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, বিশ্বব্যাপী গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের স্বাধীনতার চিত্র উঠে এসেছে। ২০২৪ সংবাদমাধ্যম ও সাংবাদিকদের জন্য কোথায় কেমন ছিল চলুন জেনে নেয়া যাক আজকের ছবিঘরে
শীর্ষ দশে ইউরোপের রাজত্ব
তালিকায় ৯১.৮৯ পয়েন্ট নিয়ে সংবাদপত্রের স্বাধীনতায় সারা বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে নরওয়ে। তালিকায় প্রথম দশটি দেশের সবগুলোই ইউরোপ মহাদেশের দেশ। ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, এস্তোনিয়া, পর্তুগাল, আয়ারল্যান্ড, সুইজ্যারল্যান্ড ও জার্মানি রয়েছে নরওয়ের পরের স্থানগুলোতে।
জার্মানি : ১১ ধাপ এগোলেও বেড়েছে হামলা
৮৩.৮৪ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে জার্মানি। এর আগে ছিল ২১ নম্বরে৷ সাংবাদিকতার স্বাধীনতার জন্য প্রশংসিত দেশটিতে ২০২৪ সালে সাংবাদিকদের ওপর ৮৯টি হামলার ঘটনা ঘটেছে। হামলাগুলোর বেশিরভাগই হয়েছে ফিলিস্তিনের পক্ষে করা বিক্ষোভ ও চরম ডানপন্থিদের জমায়েত থেকে।
ইউরোপে সবচেয়ে খারাপ অবস্থায় যারা
ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে বেলারুশ৷ রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত দেশটির অবস্থান ১৬৭।
দক্ষিণ এশিয়ায় সেরা নেপাল
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে হিমালয় কন্যা নেপাল। ৬০.৫২ পয়েন্ট নিয়ে ১৮০টি দেশের মধ্যে ৭৪তম নেপাল। ৫২.৩৬ পয়েন্ট পেয়ে মালদ্বীপ ১০৬তম, ৩৭.২৯ নিয়ে ভুটান ১৪৭তম, ৩৫.২১ স্কোর নিয়ে শ্রীলঙ্কা ১৫০তম। ৩৩.০৯ স্কোর নিয়ে পাকিস্তানের অবস্থান ১৫২তে। ১৯.০৯ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ (১৭৮ তম) অবস্থানে রয়েছে আফগানিস্তান।
ভারত ও বাংলাদেশের অবস্থান
ভারত রয়েছে ১৫৯তম স্থানে । তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬৫তম। বাংলাদেশে ২০২৪ সালে অন্তত ৬জন সাংবাদিককে কারাবরণ করতে হয়েছে৷
স্থিতিশীল উত্তর অ্যামেরিকা
এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ৮১.৭ পয়েন্ট নিয়ে ক্যানাডা রয়েছে সবার ওপরে, ১৪ নম্বর অবস্থানে। আগের বছরের চেয়ে ৪ ধাপ এগিয়ে বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া মার্কেট মার্কিন যুক্তরাষ্ট্র ৪১তম স্থানে রয়েছে। ৪৯.০১ পয়েন্ট নিয়ে ১২১ নম্বর অবস্থানে রয়েছে সাংবাদিকের ওপর হামলা বা সাংবাদিক হত্যার জন্য প্রায়ই সংবাদ শিরোনামে আসা মেক্সিকো।
শেষ দশে যারা
মাত্র ১৬. ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার সর্বনিম্ন ১৮০তম স্থানে রয়েছে আফ্রিকার দেশ ইরিত্রিয়া৷ ১৭.৪১ পয়েন্ট নিয়ে সিরিয়া আছে ১৭৯তম স্থানে৷ ১৯.৯ পয়েন্ট নিয়ে আফগানিস্তান ১৭৮, ২০.৬৬ পয়েন্ট নিয়ে উত্তর কোরিয়া ১৭৭, ২১.৩ পয়েন্ট নিয়ে ইরান ১৭৬, ২২.১ পয়েন্ট নিয়ে তুর্কমেনিস্তান ১৭৫, ২২.৩১ পয়েন্ট নিয়ে ভিয়েতনাম ১৭৪, ২৩.২১ পয়েন্ট নিয়ে বাহরাইন ১৭৩, ২৩.৩৬ পয়েন্ট নিয়ে চীন ১৭২ এবং ২৪.৪৮ পয়েন্ট নিয়ে মিয়ানমার আছে ১৭১ নম্বরে৷