খালেদা জিয়া আবারো বিএনপির চেয়ারপার্সন
৩ ডিসেম্বর ২০০৯পাশাপাশি দলীয় পদ দখলে নিতে শেষ মুহূর্তের লবিংয়ে ব্যস্ত নেতারা৷ এদিকে সম্মেলনের আগেই আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপার্সন নির্বাচিত হচ্ছেন বেগম খালেদা জিয়া৷ চেয়ারপার্সন নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি বৃহস্পতিবার চেয়ারপারসন পদে খালেদা জিয়াকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন৷ ফলে তিনিই হচ্ছেন পরবর্তী চেয়ারপার্সন৷ তবে মহাসচিবসহ অন্যান্য পদের নির্বাচন হবে গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের দিন৷
বিএনপি-র ৭২টি সাংগঠনিক জেলার মধ্যে ৪৮টিতে সম্মেলন করা সম্ভব হয়েছে৷ অভ্যন্তরীণ কোন্দলের কারণে ২৪টি সাংগঠনিক জেলায় সম্মেলন করা সম্ভব হয়নি৷ যেসব জায়গায় সম্মেলন হয়নি সেখান থেকেও কাউন্সিলরা অংশ নেবেন৷ সব মিলিয়ে প্রায় আড়াই হাজার কাউন্সিলর এই সম্মেলনে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভী৷ যেখানে সম্মেলন হয়নি সেখান থেকে আহ্বায়ক ও প্রথম যুগ্ম আহবায়ক কাউন্সিলর হিসেবে সম্মেলনে যোগ দেবেন৷
বৃহস্পতিবার সম্মেলনের ভেনু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পরিদর্শন ক'রে বিএনপি যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস জানিয়েছেন, তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সকল প্রিসিডিয়াম সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আমন্ত্রিত৷ তাদের জন্য বসার জায়গাও সংরক্ষণ করা হবে৷
প্রতিবেদক: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক