খালেদা জিয়ার ক্ষমা চাওয়া উচিত: শফিক আহমেদ
১০ সেপ্টেম্বর ২০১১ব্যারিস্টার শফিক আহমেদ৷ তিনি বলেছেন এজন্য খালেদা জিয়ার ক্ষমা চাওয়া উচিত৷
সম্প্রতি খালেদা জিয়া অভিযোগ করেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক প্রভাবিত হয়ে আপীল বিভাগে সংবিধান সংশোধন সংক্রান্ত রায় দিয়েছেন৷ তিনি সরকারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে একাজ করেছেন৷ এর জবাবে শনিবার আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এক অনুষ্ঠানে বলেছেন, খালেদা জিয়ার এমন্তব্য আদালত অবমাননা৷ তাঁর এজন্য আদালতের কাছে মাফ চাওয়া উচিত৷
আইনমন্ত্রী জানান, বিচারপতিরা সরকারের কাছ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা নিতে পারেন৷ সাবেক প্রধান বিচারপতি চিকিৎসা সহায়তা নিয়েছেন৷ এরকম সহায়তা আরো কয়েকজন বিচারপতিকে করা হয়েছে৷ এটি আইন সম্মত৷
এদিকে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় জানান, খালেদা নয় বরং যারা মাফ চাওয়ার কথা বলে তাদেরই মাফ চাইতে হবে৷ কারন তারাই সংবিধান ধ্বংস করেছেন বলে মীর্জা ফখরুলের দাবি৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আরাফাতুল ইসলাম